রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০২ am
বিনোদন ডেস্ক : আফগান বংশোদ্ভূত বলিউড নায়িকা ওয়ারিনা হুসাইন। প্রথমবারের মতো মডেল হয়েছেন বাংলাদেশের কোনো গানে। এর শিরোনাম ‘গাড়ির মেকানিক’। টিম রেকর্ড-এর ঈদ ধামাকা হিসেবে বিগ বাজেটের মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে।
কৌশিক হোসাইন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। ভারতের মুম্বাইতে হয়েছে এর চিত্রায়ন।
গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী ঐশী বলেন, ‘গাড়ির মেকানিক গানটা নিয়ে আমার অনেক এক্সাইটমেন্ট। খুব দারুণ একটা গান। চমৎকার সংগীতায়োজন। ফাইনালি গানটা গাওয়ার পর ভিডিও নিয়ে একটা কৌতুহল ছিল যে কে থাকছেন ভিডিওতে, কেমন হবে ভিডিওটা? সবশেষ যখন ভিডিওটা দেখলাম তখন গানটা নিয়ে এক্সাইটমেন্ট, এক্সপেক্টেশন, ইমোশন সবকিছু অনেক বেড়ে যায়। ওয়ারিনা হুসাইনও এমনভাবে গানটাকে ধারণ করেছেন, মাঝে মাঝে মনে হচ্ছিল গানটা আমি গাইনি, সে নিজেই গেয়েছেন। এত চমৎকার এক্সপ্রেশন দিয়েছেন। বিশেষ করে, বাঙালি না হয়েও এত সুন্দর করে বাংলা ভাষায় মুখ মিলিয়ে এক্সপ্রেশন দিয়েছেন, যেটা সত্যিই প্রশংসার দাবিদার।’
বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে একের পর এক চমকপ্রদ গান প্রকাশ করে চলেছে টিএম রেকর্ডস। এর আগে ঐশীর কন্ঠে প্রকাশিত টিএম রেকর্ডস এর ‘দুষ্টু পোলাপাইন’ গানটি শ্রোতামহলে দারুণ সাড়া ফেলে। যেখানে পারফর্ম করেছিলেন বলিউড তারকা সানি লিওন। শুধু ইউটিউবেই গানটির ভিউ প্রায় সাড়ে সাত মিলিয়ন।