মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১১:৫১ am

সংবাদ শিরোনাম ::
তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির
ঈদের দিনেও থেমে নেই আজিজুল আলম বেন্টুর মেহমানদারি

ঈদের দিনেও থেমে নেই আজিজুল আলম বেন্টুর মেহমানদারি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর তাই ঈদের আনন্দকে সকলের সাথে ভাগ করে নিতে প্রতিদিনের মতোই ঈদের দিনেও শতাধিক দুস্থ মানুষকে পেট পুরে খাওয়ালেন রাজশাহীর মানবিকতার ফেরিওয়ালা।

এই মানবিকতার ফেরিওয়ালা হলেন, রাজশাহী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টু। বেন্টু রেস্টুরেন্ট ব্যবসায়ে নাম লিখিয়েছেন কয়েক মাস আগে।

সবাই যেখানে রেস্টুরেন্ট খুলে লাভ-লোকসানের হিসাব করতে ব্যস্ত থাকেন, তিনি সেখানে একেবারেই অন্যরকম। রেস্টুরেন্টের অতিরিক্ত বা বেঁচে যাওয়া খাবারদাবার নয়, বরং বিশেষভাবে রান্না করা খাবার দিয়েই মেহমানদারি করেন তিনি অভুক্তদের। ভাত, মাছ, মাংস, ডিম, শাকসবজি- এসব থাকে খাদ্যের তালিকায়।

মঙ্গলবার (৩ মে) অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। পবিত্র ঈদের দিনেও থেমে নেই আজিজুল আলম বেন্টুর মেহমানদারি। প্রতিদিনের ন্যায় এই দিনেও রাজশাহী নগরীর সাগরপাড়া কল্পনা হল মোড়ে অবস্থিত লবঙ্গ চাইনিজ অ্যান্ড ফাস্ট ফুড রেস্টুরেন্টের সামনে শতাধিক দুস্থ মানুষকে খাওয়ানো হয়।

ঈদের দিনে তরুণদের নিয়ে আজিজুল আলম বেন্টুর নিজের গড়ে তোলা সামাজিক সংগঠন ‘আমরা নতুন প্রজন্ম’ এর সদস্যদের নিয়ে এবং আজিজুল আলম বেন্টুর নিজের তদারকির মাধ্যমেই পরিচালিত হয় এই মেহমানখানা। আজিজুল আলম বেন্টুর এই ব্যতিক্রমী ও মহতী উদ্যোগ ইতিমধ্যে সাড়া জাগিয়েছে সারা শহরে।

এই মেহমানখানায় আসা এক রিকশাচালক শাহজালাল বলেন, ‘এখানে আমি নিয়মিত খেতে আসি। এখানে পেট ভরে, মন ভরে খাওয়ানো হয়- এটা খুবই ভালো লাগে। ঈদের দিনে মানুষ পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু বেন্টু সাহেব, এই দিনেও আমাদের মতো মানুষের কথা ভেবেছেন। এতে আমরা অনেক খুশি। তিনি যেন দীর্ঘজীবি হন।’

লুৎফর রহমান নামের এক দোকান কর্মচারী বলেন, ‘করোনার পর থেকে আয় নেই। সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়েছে। তাই প্রতিদিন রাতে এখানে খেয়ে বাড়িতে ফিরি। অন্তত একবেলার খাবার খরচ তো লাগে না। সামর্থ্যবান সবাই যদি এভাবে এগিয়ে আসত তাহলে আমাদের মতো গরিব মানুষের কষ্ট কমে যেত।’

এমন ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে জানতে চাইলে আজিজুল আলম বেন্টু বলেন, ‘আমাদের সমাজে অনেক দুস্থ মানুষ রয়েছেন যাদের অনেকেই খাবারের কষ্টে থাকেন। এ উদ্যোগ এরকম সব হতদরিদ্র মানুষকে সামনে রেখে। জীবনে যতদিন সাধ্য থাকবে, ততদিন এ মেহমানদারি চলবে।’

তিনি আরও বলেন, ঈদ মানে আনন্দ। তাই এই ঈদের দিনে যেন এসকল দুস্থ মানুষেরাও ভালো খাবার খেয়ে ঈদ পালন করে তাই এই আয়োজন। আমাদের সমাজের সব সামর্থ্যবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে আসেন, তবে অনেক মানুষেরই কষ্ট কমবে।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে এই দিন খাবারের তালিকায় ছিলো অন্যান্য দিনের তুলনায় বিশেষ খাবার। এই দিনে খাবারের তালিকায় ছিলো পোলাও, রোস্ট, মাংস ও সেমাই। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.