রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৯ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
গরিবের ‘নাগালের বাইরে’ মাংসের বাজার

গরিবের ‘নাগালের বাইরে’ মাংসের বাজার

ডেস্ক রির্পোট : ঈদ ঘনিয়ে এসেছে। বিশেষ দিনে ঘরে বিশেষ খাবারের চাহিদা থাকে সবার। ঈদের দিন গরুর মাংস খেতে চেয়েছিলেন মোরশেদা বেগম। ষাটোর্ধ্ব মোরশেদার স্বামী নেই, সন্তানরাও সেখানে খোঁজ নেন না। এই বয়সেও অন্যের বাসা-বাড়িতে কাজ করেন তিনি। পাশাপাশি মাঝেমধ্যে কেউ তাকে সহযোগিতা করেন। এভাবে চলে যাচ্ছে তার দিন। ঈদকে সামনে রেখে এক কেজি গরুর মাংস কেনার সাধ্য হয়নি এই নারীর। বাজারে গিয়ে শুধু দেখে এসেছেন মাংস।

আলাপকালে মোরশেদা জানান, এক কেজি গরুর মাংস ৭০০ টাকা। তা কেনার সাধ্য তার নাই। মোরশেদা বলেন, ‘গরুর মাংস কিনতাম গেছিলাম। ৭০০ টাকা কেজি। ক্যামনে কিনতাম! আধা কেজিও কিনতাম পারলাম না। ট্যাহা আছে দুইশো।’ মোরশেদার মত অনেকেই হয়তো বাজারে গিয়ে মাংস না কিনে ফিরতে হয়েছে।

গরুর মাংস কিনতে না পেরে মুরগি নিয়ে ঘরে ফিরেছেন জুম্মন ব্যাপারী। রাজধানীর মোহাম্মদপুরের এই বাসিন্দা ঢাকা মেইলকে বলেন, ‘কি করুম? দুধের স্বাদ ঘোলে মিটাই। চাকরি নাই, টাকা নাই। ঈদ তো আছে। একটা দিন সবারই ভালো-মন্দ খাইতে মন চায়। গরুর মাংসের যে দাম, তাতে আর গরুর মাংস খাওয়া লাগবে না। মুরগি কিনা নিয়ে আসছি। সেটা দিয়েই চলবে।’

ঈদ যত ঘনিয়ে আসছে, ততটাই বাড়ছে মাংসের দাম। রাজধানীর বাজারে সব ধরনের মাংসের দাম এখন চড়া। বাড়তি দামে মাংস কিনতে হিমশিম খেতে হচ্ছে মধ্য ও নিম্নমধ্যবিত্তদের। আর মাংস অনেকটা ‘নাগালের বাইরেই’ চলে গেছে দরিদ্র মানুষের।

রোববার (১ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে গরুর মাংস বিক্রি হতে দেখা গেছে ৭০০ টাকা কেজি দরে।

মোহাম্মদপুরের শিয়া মসজিদ বাজার ঘুরে প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

বিক্রেতা আবু সাদ ঢাকা মেইলকে জানান, ঈদের আগে গরুর দাম বেড়ে যাওয়ায় মাংসের দাম বেড়েছে। একই এলাকার কৃষি মার্কেটে গিয়েও দেখা যায়, একই দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। এই দুই বাজারে হাজার ছুঁয়েছে খাসির মাংসের দাম।

এদিকে গরুর মাংসের বাড়তি দামের কারণে অনেকে ছুটছেন মুরগির দোকানে। তবে সেখানেও স্বস্তি নেই। কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি আজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি করে।

একই হারে বেড়েছে লেয়ার ও কক মুরগির দামও। কক মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৭০ টাকা কেজি দরে। আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা দরে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.