রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩২ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
নওগাঁয় দেশী মুরগীর কেজি ৭০০ টাকা

নওগাঁয় দেশী মুরগীর কেজি ৭০০ টাকা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ পৌর মুরগীর বাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে দেশী মুরগী। এছাড়া ব্রয়লার, লেয়ার , পাকিস্থানী সহ প্রতিটি মুরগীর দাম প্রকারভেদে কেজি প্রতি ৩০ টাকা ৭০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা নানান অযুহাতে মুরগীর দাম বেশি নিচ্চেন বলে অভিযোগ ভোক্তাদের।

এছাড়া পবিত্র ঈদুল ফিতরে দেশি জাতের মুরগীর চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীরা এর মূল্য অতিরিক্ত বেশি নিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। গেলও সপ্তাহে যে দেশি মুরগী ৪৫০- ৫০০ টাকা কেজিতে বিক্রি হতো সেই মুরগী আজকের বাজারে ৬৫০ -৭০০ টাকা কেজিতে বিক্রি করেছেন বিক্রেতারা।

নওগাঁ পৌর মুরগী বাজারের দেশি মুরগির ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, বাজারে সব ধরনের মাংসের দাম বেশি। এছাড়া নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম বেশি। বাজারে গরুর গোশত ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে তাহলে মুরগী কেন নয় বলে জানান এই বিক্রেতা।

তিনি বলেন, জেলার আত্রাই , রানীনগর, সাপাহার, মহাদেবপুর, বদলগাছি উপজেলা থেকে মুরগী আসে এই বাজারে। তবে গত দুই দিন থেকে চাহিদার তুলনায় দেশি মুরগীর আমদানী অনেক কম। তাছাড়া পাইকারী দামে তাদের প্রকারভেদে ৬৩০-৬৫০ টাকা কেজিতে কিনতে হচ্ছে বলে জানান তিনি।

আরেক ব্যবসায়ী বেলাল হোসেন জানান, চাহিদার তুলনায় দেশি মুরগীর আমদানী কম বলে দেশি মুরগীর দাম বাজারে বেড়ে গেছে। তাছাড়া অনান্য জাতের মুরগীর দাম বেড়ে যাওয়ায় দেশি মুরগীর দামের উপর এর প্রভাব পড়েছে বলে জানান এই ব্যবসায়ী।

নওগাঁ পৌর মুরগী ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনুস আলী বাবু জানান- ঈদকে সামনে রেখে এই বাজারে ১৫থেকে ২০ হাজার পিচ দেশি মুরগীর চাহিদা থাকলেও বাজারে আছে মাত্র ৮ থেকে ১০ হাজার পিচ। আমদানী না থাকায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এছাড়া খামারীরা ঈদকে সামনে রেখে অতিরিক্ত দামে মুরগী বিক্রি করছেন সাধারণ ব্যবসায়ীদের কাছে। এর প্রভাব পড়েছে সকল জাতের মুরগীর দামের উপর বলে জানান এই ব্যবসায়ী।

এদিকে, নওগাঁ পৌর বাজারে দেশী মুরগী ছোট ও মাঝাই আকৃতি ৬৫০-৬৭০ টাকা আর বড় আকৃতির দেশি মুরগী ৭০০ টাকা কেজিতে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এছাড়া সাদা ব্রয়লার জাতের কেজি প্রতি ৩০ টাকা বেড়ে ১৬০ টাকা, লাল পাকিস্থানী লেয়ার ৪০ টাকা বেড়ে ২৬০ টাকা , পাকিস্থানী লেয়ার কক কেজিতে ৫০ টাকা বেড়ে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি জাতের পাতিহাঁস ৪৫০ টাকা কেজি এবং রাজহাঁস ৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.