সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৭ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর : ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে উদযাপিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামীতে তানোর পৌরসভার মেয়রপ্রার্থী ও আ’লীগের প্রভাবশালী জননেতা আবুল বাসার সুজনের আয়োজনে তাঁর দেয়া উপহার গেঞ্জি ও ছবি পরিহিত র্যালি বের করা হয়।
আজ (১ মে) রোববার সকাল ১০টায় তানোর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গোল্লাপাড়া বাজার ঘুরে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে তানোর উপজেলা শ্রমিক লীগের সভাপতি অসীম উদ্দিনের সভাপতিত্বে নাইম, জনি, সেলিম, টুটুল ও মিঠনসহ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, এখনও কারখানায় শ্রমিকদের ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হয়। ছোট ছোট কারখানাগুলো অতিরিক্ত সময় কাজ করায় কিন্তু উপযুক্ত পারিশ্রমিক দেয় না। এজন্য শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আজকের তানোর