বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৮ am
পাবনা প্রতিনিধি : কাতার ভিত্তিক সম্প্রচারিত আল জাজিরা টেলিভিশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকার বিরোধী মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।
শনিবার দুপুরে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, যুগ্ন আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনি, পৌর আ.আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ালা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ খান ও জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক সম্পাদক হাজী শরীফ, জেলা যুবলীগরে সদস্য ফাইমুল কবির শান্ত, সৌহার্দ বসাক সুমন প্রমুখ।
সমাবেশে বক্তারা বাংলাদেশে আল জাজিরার টেলিভিশন সস্প্রচার বন্ধের দাবীসহ এই মিথ্যা সংবাদ সম্প্রচারেরসাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহর প্রর্দক্ষিন করে জেলা আ.লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। আজকের তানোর