রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:২৭ pm
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বে দোনেৎস্ক ও লুহানস্কে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয়দের তুমুল যুদ্ধ চলছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার সকালে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় গোয়েন্দা ব্রিফিংয়ে এ তথ্য দেন। খরব বিবিসির।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার প্রচেষ্টা পূর্বাঞ্চলীয় রাজ্য দোনেৎস্ক ও লুহানস্কে, যা দোনবাস অঞ্চল হিসাবে পরিচিত। এই যুদ্ধ রাশিয়ার প্রধান কৌশলগত ফোকাস রয়ে গেছে।
মন্ত্রণালয় বলেছে, মস্কোর রাষ্ট্রীয় লক্ষ্য এলাকাটির নিয়ন্ত্রণ সুরক্ষিত করা, যেখানে রাশিয়ান বাহিনী ২০১৪ সাল থেকে বিদ্রোহী নেতাদের সমর্থন করেছে।
উল্লেখ, ইউক্রেনের লাইসিচানস্ক এবং সেভেরোদোনেৎস্কের চারপাশে যুদ্ধ বিশেষভাবে ভারি ছিল। রুশ বাহিনী স্লোভিয়ানস্কের দিকে দক্ষিণে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। সূত্র : যুগান্তর