সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৩৯ pm
সাইদ সাজু, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে ১৪৪ গৃহহীন ও ভূমিহীন পরিবার আবারও পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার মুজিববর্ষের ঘর। আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তরের উদ্বোধন করেন।
তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাঁইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও তানোর উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা খালিদুজ্জামান প্রমুখ। এসময় বিভিন্ন এলাকার উপকারভোগীসহ সুধীজন ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আজকের তানোর