রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৪ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাই নবাবগঞ্জের নাচোল উপজেলায় এবারে ঈদুল ফিতরের আগে ২১৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা । ফলে এসব সেমিপাকা ঘর ভূমিহীনদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করবে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনের জন্য জমির মালিকানা সহ এই ঘর নির্মাণ করা হয়েছে।
প্রথম ও দ্বিতীয় দফায় উপজেলায় ৭০০টি ঘর দেয়া হয়েছেে। আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এ উপলক্ষে নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফ আহম্মেদ ২৪ এপ্রিল রবিবার বিকেল তিনটায় পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন, ‘মুজিব বর্ষ ‘ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো এবারে ঈদুল ফিতরের ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হবে।
আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৩২ হাজার ৯০৪টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ পর্যায়ে নাচোল উপজেলায় ২১৬টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে।
তিনি আরো বলেন, এছাড়া উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ৭০০ পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়েছে। দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে তাদের । এর সঙ্গে রান্নাঘর ও টয়লেট ছিল আঙ্গিনায় হাঁস-মুরগী পালন ও শাকসবজি চাষের জায়গা ছিল । আজকের তানোর