রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪২ pm
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় স্টিকারের উপর নতুন স্টিকার লাগিয়ে অতিরিক্ত মূল্য রাখায় তিন হাজার টাকা এবং পচা ও বাসি ইফতারি সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন ও তার টিম।
রবিবার (২৪ এপ্রিল ) দুপুরে শহরের কাজীর মোড় এলাকায় নওগাঁয় বন্ড ক্লোথিং হাউজ এবং শহরের বাটার মোড় এলাকায় অবস্থিত ঢাকা রেস্তোরা এন্ড বিরিয়ানি হাউজকে এ জরিমানা করা হয়।
এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতেদুপুর ১টার দিকে একটি ক্লোথিং শো রুম এবং একটি রেস্তোরাতে অভিযান পরিচালা করে প্রতিষ্ঠানটি ২টিকে জরিমানা করা হয়েছে এবং তাদের সর্বোচ্চ সতর্ক করে দেওয়া হয়েছে। পচা ও বাসি ইফতারি সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা এবং স্টিকারের উপর নতুন স্টিকার লাগিয়ে অতিরিক্ত মূল্য নেওয়া এটা ভোক্তাদের সাথে প্রতারনা করায় প্রতিষ্ঠান দুইটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যাবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এ সময় অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক ও নওগাঁ পুলিশ লাইনের একটি সহযোগিতা করেন। আজকের তানোর