শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৯ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
গোদাগাড়ীতে দিন-দুপুরে ৩০ লক্ষ টাকার মাছ লুটের অভিযোগ

গোদাগাড়ীতে দিন-দুপুরে ৩০ লক্ষ টাকার মাছ লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে দিন দুপুরে ভাড়াটে মাস্তান দিয়ে পুকুর থেকে ৩০ লক্ষ টাকার মাছ লুটপাট করার অভিযোগ উঠেছে। এই নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভবনা রয়েছে।

ঘটনাটি গত ২১ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার রিশিকুল ইউনিয়নের ঝিকড়াপাড়া বামনাইল গ্রামে ঘটে। প্রকাশ্যে দিবালোকে মাছ লুটের-পাটের ঘটনা গোদাগাড়ী মডেল থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ পৌছে মাছ ধরার জাল, হাঁড়ি ও ট্রলি জব্দ করে নিয়ে আসে।

জানা যায়, ২০১৬ ইং সানের বাংলা ১৪২৩ খ্রি: দিকে পবা উপজেলার দারুসা হুজরীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বাবুর সাথে প্রায় ৩৮ বিঘার পুকুর ১০ বছরের খনন চুক্তি পত্রের লিজ গ্রহণ করে ব্যবসা শুরু করে রাজশাহী নগরীর রাজপাড়া থানার কোর্ট হড়গ্রাম বাজার আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে আব্দুল করিম বিশ্বাস।

দুইজনে প্রথম দুই বছর ব্যবসা চলমান অবস্থায় ২০১৭ সালের দিকে দুই জনের মধ্যে মতের মিল না হওয়ায় বাবু তার ব্যবসায়ী পার্টার আব্দুল করিমের সাথে আলোচনা করে (বাংলা সন ১৪২৫ হতে ১৪২৮ ৩১ বৈশাখ) পর্যন্ত চাষাবাদ করে ভোগ দখল একক ভাবে ব্যবসা করবে তার ব্যবসায়ী পার্টার আব্দুল করিম বিশ্বাস এই মর্মে ননজুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষর করে।

চুক্তি মতে প্রথম বছর অতিবাহিত অবস্থানয় পুনরায় বাবু পুনরায় তার আর্থিক সমস্যা ও সাংসারিক প্রয়োজনে পুনরায় আব্দুল করিমের বিশ্বাসের কাছে লীজ উপ-সত্ব বাংলা সন ১৪২৯ হতে ১৪৩২ সনের চৈত্র মাস ৪ বছর মেয়াদী ১৭ লক্ষ ১০ হাজার টাকা বিনিময় মূল্য স্বরুপ ভোগ দখল করার লিখিত চুক্তি করে।

মাছ ব্যবসায়ী আব্দুল করিম বিশ্বাস জানান, তার ব্যবসায়ী পার্টানের সাথে এসব চুক্তি থাকা সত্ত্বেও প্রায় দেড় দুই মাস আগে হতে বাবু হঠাৎ করে আমার কাছে লোকমারফত ও মাস্তান দিয়ে পুকুর দখল করার হুমকি প্রদান করতে থাকে। এতে তার অবৈধ আবদার ও হুমকিতে আমি কর্নপাত না করে গত ২০ এপ্রিল আমার নিজ পুকুরে মাছ ধরতে গেলে পুলিশ পাঠিয়ে মাছ ধরায় বাঁধা প্রদান করে।

এর একদিন পরেই অর্থাৎ গত ২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বাবু তার ভাড়াটে মাস্তান ও ক্যাডার বাহিনী দারুশা হুজরিপাড়া এলাকার মেজারুলকে সঙ্গে নিয়ে আরো প্রায় ৩০ জন্য দূধর্ষ ক্যাডার বাহিনী নিয়ে ৩৮ বিঘার পুকুরের প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের মাছ লুটপাট করে তার অন্য পুকুরে নিয়ে নেয়।

আব্দুল করিম আরো জানান, মাছ লুটপাটের কথা স্থানীয় জনগণের মাধ্যমে জানতে পেরে মোবাইল ফোনে স্তানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু ও ইউপি সদস্য সের্লিমকে জানালে তারা থানা পুলিশ কে অবগত করে । পরে থানার ওসি ঘটনা স্থলে কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ পরিদর্শক কবির হোসেনসহ অন্যান্য পুলিশ ঘটনা স্থলে পৌছলে তারা পুকুর হতে পালিয়ে যায়। এই সময় পুকুর পাড় হতে মাছ ধরার জাল, হাঁড়ি ও মাছ বহনের জন্য ট্রলি জব্দ করে।

কাকনহাট পুলিশ তদন্তের ইনচার্জ পুলিশ পরিদর্শক কবির হোসেন সেই দিনের ঘটনায় পুকুর পাড় হতে জাল, হাঁড়ি ও ট্রলি জব্দ করার বিষয়টি স্বীকার করে বলেন, তাদের দুই জনের মধ্য বিরোধ আছে। এটি নিয়ে দুই পক্ষের মধ্যে বসার কথা রয়েছে বলে জানান।

এই বিষয়ে রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রথমে বাবু আমার কাছে অভিযোগ দিলে করিমকে তার কাগজপত্রদি নিয়ে আসতে বললে করিম সবকিছু দিয়ে যায়। পরে বাবুকে মিমাংসা করার দিন দিলে সে কাগজ পত্র নিয়ে আর হাজির হয়নি। গত ২১ এপ্রিল বাবু সন্ত্রাসী কায়দায় দিন-দুপুরে মাছে লুটপাট করছে জানতে পেরে আমি পুলিশকে অবগত করলে পুলিশ মাছ মারার জাল, হাঁড়ি ও ট্রলি জব্দ করেছে বলে জানান।

এই বিষয়ে বাবুর মুঠোফোনে কল ও এসএমএস দিয়ে (শনিবার ২৩ এপ্রিল) বারবার যোগাযোগ করে কোন সাড়া না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, বাবু ও করিমের সাথে ব্যবসা নিয়ে বিরোধ আছে। বাবু মাছ লুটপাট করছে এমন খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জাল, হাঁড়ি ও ট্রলি জব্দ করা হয়েছে। তাদের এই বিরোধের মিমাংসার জন্য উভয় পক্ষর বসার কথা আছে বলে জানান।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.