মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০৯ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া পশ্চিমপাড়া মহল্লা থেকে জামায়াত নেতা এমাজ উদ্দিন ম-লকে (৫০) গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। রাজনৈতিক পদ মর্যাদায় বর্তমানে তিনি রাজশাহী মহানগর কমিটির সেক্রেটারী। বর্তমানে তার নামে মোট ৩৫টি মামলা আদালতে বিচারাধীন আছে।
এরমধ্যে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় ৫টি নাশকতার মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মূলতবী রয়েছে। আর রাজশাহীর পবা উপজেলার একটি নাশকতা মামলার তিনি পলাতক আসামি ছিলেন।
শনিবার (২৩ এপ্রিল) দুপুর ২টা ১৯ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের কাছে তথ্যটি নিশ্চিত করে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম জানান, শুক্রবার (২২ এপ্রিল) বিকেল থেকে শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে গ্রেপ্তারের নির্ধারিত কোন দিন বা সময় আরএমপির পক্ষ থেকে জানানো হয়নি।
আরএমপির মুখপাত্র আরো জানান, গ্রেপ্তারকৃত জামায়াত নেতা এমাজ উদ্দিন ম-ললের বাড়ি ঝিনাইদহের হরিণাকু-ু। তবে তিনি রাজশাহীর তেরোখাদিয়ায় বিয়ে করে ঘরজামাই থাকেন। তিনি রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমীর প্রয়াত আতাউর রহমানের জামাতা। শনিবার দুপুরের পর আদালতের মাধ্যমে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে। আজকের তানোর