সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩৩ pm
ভ্রাম্যমান প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসে চেয়ার-টেবিল সবই আছে। তবুও অফিসের পূর্ব পাশে যেখানে মোটরসাইকেলসহ অন্য যানবাহন রাখা হয় ওই স্থানটি ভীষণ প্রিয় সার্ভেয়ার পুলক কুমার পোয়াদ্দারের। ভূমি অফিসে সেবা নিতে আসা কৃষকদের সঙ্গে তিনি অফিসে কথা বলেন না।
সেবা গ্রহীতাকে প্রিয় জায়গায় নিয়ে গিয়ে মিটিয়ে নেন অর্থের চুক্তি। ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষ সার্ভেয়ার পুলক কুমারের ঘুষ বাণিজ্যে অতিষ্ট হয়ে পড়েছেন। সম্প্রতি কৃষকের কাছ থেকে সার্ভেয়ার পুলক কুমারের সরাসরি ঘুষ নেয়ার একটি ভিডিও ফাঁস হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। ওই ভাইরাল ভিডিওটি রাজীব সরকার হিরো নামের আইডিতে পাওয়া গেছে। তবে, তিনি পদ্মা টাইমস নামের আইডি থেকে সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেন।
ভিডিওতে দেখা যায়, তানোর উপজেলার বিল্লি এলাকার কাছিমুদ্দিন নামে এক বৃদ্ধ কৃষক ভূমি সংক্রান্ত কাজে তানোর ভূমি অফিসে যায়। সার্ভেয়ার পুলক কুমার তাকে নিয়ে যায় অফিসের পুর্ব পাশে যেখানে মোটরসাইকেলসহ অন্য যানবাহন রাখা হয় সেখানে।
ওই স্থানে সার্ভেয়ার পুলক কুমার নিজের কাজের টাকাসহ নাজির ও ভূমি কর্মকর্তার কথা উল্লেখ করে সেবা প্রত্যাশির কাছে ঘুষ নিচ্ছেন। জমি খারিজের জন্য দর কষাকষি করে আট হাজার টাকা নেন তিনি। প্রথমে ছয় হাজার টাকা দেয়া হয়। এতে তিনি সন্তুষ্ট হননি। পরে ধমক দিয়ে আরও দুই হাজার টাকা নেন। ৩ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওটিতে ভূমি অফিসের করুণ চিত্র ফুটে উঠেছে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, টাকা ছাড়া কোন কাজই করেন না সার্ভেয়ার। সেবা প্রত্যাশিরা ভূমি অফিসে গেলে নানান কৌশলে সার্ভেয়ার পলক কুমার তাদের জটিল পরিস্থিতির মধ্যে ফ্যালেন। এরপর উদ্ধারের পথও তিনিই বলে দেন তবে অর্থের বিনিময়ে।
সম্প্রতি সময়ে রাজশাহীর তানোর উপজেলার গোল্পাপাড়া হাট ঘর বরাদ্দ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যার পেছনে সার্ভেয়ার পুলক কুমার জড়িত বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা মনে করেন।
এবিষয়ে এর আগে রাজশাহী জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি ভূমি মন্ত্রাণালয়ের সচিব, মন্ত্রী, দুদক মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে তানোর উপজেলার ভূমি সার্ভেয়ার পুলক কুমার পোয়াদ্দারের সঙ্গে বারবার কথা বলতে চাইলেও তিনি এ নিয়ে কোন কথা বলতেই রাজি হননি। সাংবাদিক শুনে ফোন কেটে দেন। তবে, সার্ভেয়ার পুলক কুমারের সরাসরি ঘুষ নেয়ার একটি ভিডিও চিত্র এপ্রতিবেদকের নিকট সংরক্ষণ রয়েছে। আজকের তানোর