সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩৬ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জের ধরে এক অসহায় ব্যক্তিকে মারপিট করে তার এক হাত ভেঙ্গে ফেলেছেন প্রতিপক্ষের সন্ত্রাসী প্রকৃতির লোকজন। এঘটনায় ৫ জনকে আসামী করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দাযের করা হয়েছে। কিন্তু অভিযোগের ১২ দিনেও থানায় মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ। ফলে, থানায় অভিযোগ করে আসামীদের অব্যহত হুমকির মুখে নিরাপত্তাহীনতায় চরম আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী ওই পরিবারটির।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ইলামদহি গ্রামের মৃত জানবক্স মন্ডলের সন্ত্রাসী পুত্র মোস্তফার সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই গ্রামের আব্দুল হাকিমের দ্বন্দ্ব চলে আসছিলো। ওই দ্বন্দ্বের সূত্র ধরে গত ১১ এপ্রিল সোমবার বেলা ১১টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এঘটনার আধা ঘন্টা পরে সন্ত্রাসী মোস্তফা তার বাহিনীর লোকজন দ্বারা রোহার রড়, হাসুয়া, বল্লম ও লাঠি নিয়ে হামলা করে হাকিমকে এলোপাথাড়ী ভাবে মারপিট করে হত্যার চেষ্টা করে। এতে তার এক হাত ভেঙ্গে গুরুতর আহত হয়। এসময় আহতের স্বজন ও গ্রামবাসী আব্দুল হাকিমকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
এঘটনায় ওইদিন রাতেই আহত আব্দুর হাকিম বাদী হয়ে সন্ত্রাসী মোস্তফাসহ ৫ জনকে আসামী করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগের ১২ দিনেও মামলা হিসেবে রেকর্ড করে নি পুলিশ।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, একই বংশের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। বিষয়টি তাদের পরিবারের মধ্যে বিরোধ হওয়ায় স্থানীয় ভাবে বসে মীমাংসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। ওসির এমন বক্তব্য এপ্রতিবেদকের নিকট সংরক্ষণ রয়েছে। আজকের তানোর