রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০৫ am
বিনোদন ডেস্ক : শ্রীলেখা মিত্রকে নিয়ে নেট-দুনিয়ায় আজকাল কম চর্চা হয় না। ফেসবুকে তিনি যে অনুভূতিগুলো প্রকাশ করেন, সেগুলোর গায়ে রঙ মাখিয়ে কিছু গণমাধ্যম চটুল খবর প্রকাশ করে থাকে। সেসব খবর চোখ এড়ায় না তার। সহ্যের সীমা অতিক্রম করে গেলে কখনও কখনও প্রতিবাদ করে বসেন তিনি।
এটা ঠিক যে, আগের মতো সিনেমার খবরে নেই শ্রীলেখা। বড় পর্দায় তার উপস্থিতি নেই বললেই চলে। তবে যদি ভালো কোনো গল্প পান, তাহলে অভিনয় করেন। তিন বছর আগে ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন ক্যালকাটা’ শিরোনামের তেমন একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত সিনেমাটি নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে সম্প্রতি। সেখানে শ্রীলেখা তার অভিনয়গুণে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি জানিয়েছেন দুই বাংলার পরিচিত এ অভিনেত্রী।
গত বছর ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন ক্যালকাটা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল। সেখানে চলচ্চিত্র সমালোচকদের নজর কেড়েছিলেন শ্রীলেখা। প্রশংসিত হয়েছিল তার অভিনয়।
জানা গেছে, একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। ছবির দৃশ্যধারণ হয়েছে কলকাতায়। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু। আজকের তানোর