বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৭:২০ am
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের একটি গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই জাতিসংঘের ওই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় এক গাড়িচালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়ির আরও চার আরোহী। নিহতরা সবাই আফগান নিরাপত্ত বাহিনীর সদস্য।
এখনো এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, তারা বিশ্বাস করেন এই হামলার পেছনে তালেবানরাদের হাত রয়েছে। তবে তালেবানদের এক মুখপাত্র বলেছেন, এই হামলার সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই।
আফগানিস্তানে জাতিসংঘের মিশন টুইটারে এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের জাতিসংঘ পরিবার আজকের ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। সূত্র : যুগান্তর। আজকের তানোর