রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩৯ pm
ক্রীড়া ডেস্ক : রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে শনিবারের ম্যাচে ১৬ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। ব্যাটে-বলে হাতে থাকা ম্যাচটি ভুল করে হেরেছে ঋষভ পন্তের দল।
ম্যাচ হারের দায় মিডল ওভারের ব্যাটিং এবং স্লগের বোলিংকে দিয়েছেন দিল্লি অধিনায়ক পন্ত।
ব্যাঙ্গালুরুর বিপক্ষে বল হাতে ১০০ রানের আগে ৫ উইকেট তুলে নিয়েছিল দিল্লি। কিন্তু ওই ধারা ধরে রাখতে পারেনি দলটি। ১৮তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে মোস্তাফিজ ২৮ রান হজম করে বসেন। পান্ত ওই ওভারকে গেম চেঞ্জার বলছেন।
ডেভিড ওয়ার্নার ৩৮ বলে ৬৬ রান করে দলকে জয়ের পথে তুলে নিয়েছিলেন। কিন্তু মিশেল মার্শ তিনে নেমে ২৪ বলে ১৪ রান করেন।
তার ওই কচ্ছপ গতির ব্যাটিংয়ে দায় দিচ্ছেন না তিনি, ‘ওয়ার্নার খুবই ভালো ব্যাটিং করেছেন। আমাদের জয়ের সব সুযোগ ছিল। মার্শকে দায় দেব না। প্রথম ম্যাচ খেলেছেন তিনি। তবে আমাদের মিডল ওভারে ভালো ব্যাটিং করতে হতো।’
মোস্তাফিজের ওভার নিয়ে তিনি বলেন, ‘উইকেট ধীরে ধীরে ব্যাটিংয়ের জন্য ভালো হচ্ছিল। মোস্তাফিজের ওভার ছিল গেম চেঞ্জার।
পরিকল্পনা অনুযায়ী, আমরা বোলিং করতে পারিনি। ডিকে (দিনেশ কার্তিক) যেভাবে ব্যাটিং করেছে, আমরা চাপে পড়ে গিয়েছিলাম। ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’ সূত্র : পদ্মাটাইমস