সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৪৯ pm

সংবাদ শিরোনাম ::
নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি
প্রচন্ড খরতাপে পুড়ছে তানোর

প্রচন্ড খরতাপে পুড়ছে তানোর

ভ্রাম্যমান প্রতিবেদক : জলবায়ুর বিরুপ প্রভাবের কারনে বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত রাজশাহীর তানোরে প্রচন্ড খরতাপে পুড়ছে খেটে খাওয়া জনসাধারণ থেকে শুরু হয়ে নিম্ম ছিন্নমূল জনগোষ্ঠী। সকাল থেকে ইফতার পর্যন্ত চলছে টানা খরতাপ। কোনভাবেই জনসাধারণ দুপুরের দিকে ঘর থেকে বের হতে পারছেন না।ফলে চরম বিপাকে পড়েছেন বরেন্দ্র অঞ্চলের জনসাধারণ।

চার্জার ভ্যান চালক খলিল জানান, সেহেরি খাওয়ার পর থেকে সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত রাস্তায় থাকা যাচ্ছে। তারপর বিকেলে মন না চাইলেও জীবিকার তাগিদে বের হলেও তেমন লোকজন থাকেনা। সবার ইফতারের জন্য নিজ নিজ গন্তব্যে চলে যান। গত চারদিক ধরে এতই খরতাপ দুপুর ১২ টার দিক থেকে মনে হয় রাস্তায় ভ্যান নিয়ে টিকাই যায় না। চরম রোদের তাপ চোখ মুখ জলে যায়। রোজা থাকা শরীর পিপাসায় কাতর হয়ে পড়ি।

বিল কুমারী বিলের বোরো ধান চাষিরা, প্রচন্ড খরতাপ হলেও নিরাস না, কারন অপ্ল কয়েক দিনের মধ্যে সোনালী ফসল আসবে ঘরে। আর ধান পাকাই রোদের যেন তীক্ষ্ণতা ছড়িয়ে পড়েছে। তারা আশায় বুকও বেঁধেছেন। এসময় যদি বৃষ্টি হয় তাহলে কৃষকের দূর্দশার শেষ থাকবে না। এজন্য কৃষকরাও চাচ্ছেন ধান কাটা মাড়াশ পর্যন্ত যেন মহান আল্লাহ কোন ধরনের প্রতিকূল আবহাওয়া না দেয়।

তানোর পৌর সদরের তরুন কৃষক সারোয়ার হোসেন জানান, বিলে আড়াই বিঘা জমিতে ধান রোপন করেছিলাম। প্রতিটি ধান গাছে সোনালী শীষে ভরে গেছে। সোনালী শীষের চেহারা দেখে মন জুড়ে যাচ্ছে। খুব বেশি হলে এক সপ্তাহের মধ্যে কাটা পড়বে। সব কিছু ঠিক থাকলে ফলন ভালোই হবে বলে বশা করছি।

আরেক তরুন চাষী মাসুদ জানান, পৌর ভবনের নিচে দেড় বিঘা, আর উপরে মোস্তফার মটরে আঠারো কাঠা। বিলের জমিতে আগে কাটা পড়বে। কিন্তু আবহাওয়া তালমাতাল হলে চাষিদেরও অবস্থা বেগতিক হয়ে পড়বে।

অবশ্য গত দু এক দিনের মধ্যে সবচেয়ে খরতার বেশি ছিল শুক্রবারে। রোদের এতই তীক্ষ্ণতা ছিল বাড়ি থেকে বের হওয়ার কষ্ট কর ব্যাপার। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হন নি অনেকেই।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইডে দেখা,  শুক্রবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং রাত্রি নয়টার দিকে নেমে ২৭ ডিগ্রি সেলসিয়াস হয়।

ব্যবসায়ীরা জানান, শুক্রবার তানোর পৌর সদরের গোল্লাপাড়া হাটের দিন। এইদিক তাপমাত্রা ছিল কল্পনাতীত। দোকান করার সমস্যা আবার হাটে আসা ক্রেতাদের সাথে কথা বলা গরমে শরীর নাজেহাল হয়ে পড়তে হচ্ছে।

একাধিক গৃহিণীরা জানান, রান্নার ঘরে যেতেই মন চায় না।কিন্তু উপায় নাই রান্না করতেই হবে। সবচেয়ে কষ্ট হয় ইফতারের আগে রান্নার কাজ। আর আজ শুক্রবার খুবই তাপ গরম লাগছিল।

সুত্রে জানা গেছে, শুক্রবারে তাপমাত্রা বেশি থাকলেও সপ্তাহ জুড়েই থাকবে এমন তাপমাত্রা।  তবে দুএক ডিগ্রি কমে আসবে বলেও ওয়েব সাইডে দেখা যায়।  আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.