রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪৬ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৯ খ্রিষ্টাব্দ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা চত্বরে উন্মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্যদেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ । উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদ বলেন, করোনা মহামারীর তাণ্ডবে গত দুই বছর বন্ধ ছিল বৈশাখ উদযাপন।
এবারের পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জাঁকজমকপূর্ণভাবে মঙ্গল শোভাযাত্রায় সকল শ্রেণী-পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেছে।
তিনি আরো বলেন, মুঘল সম্রাট আকবরের (১৫৫৬-১৬০৯) রাজত্বকালে বাংলা মাস বৈশাখের প্রথম দিনটিকে নববর্ষের উৎপত্তি সম্পর্কে একাধিক মতের একটি অনুসারে, এই সময়ে কৃষক সম্রাটকে কর প্রদান করতেন। আজকের তানোর