সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:৫৯ pm

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
রংপুরে স্বস্তি ফিরছে সবজিতে, কমেছে মুরগির দামও

রংপুরে স্বস্তি ফিরছে সবজিতে, কমেছে মুরগির দামও

ডেস্ক রির্পোট : রংপুরের বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। বাজারে আসা নতুন দুই-একটি ছাড়া অধিকাংশ সবজির দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। সেইসঙ্গে কমেছে মুরগির দামও। তবে মাছের দাম কিছুটা বাড়লেও অপরিবর্তিত রয়েছে চালের বাজার।

মঙ্গলবার (১২ এপ্রিল) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল এখন ১৬০ টাকা এবং পাঁচ লিটার তেল ৭৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খোলা সয়াবিন গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে ১৮০ টাকা লিটার বিক্রি হচ্ছে।

এদিকে, বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহ থেকে ব্রয়লার মুরগি খুচরা বাজারে ১০ টাকা কমে ১৫০-১৬০ টাকা, পাকিস্তানি মুরগি ২৬০-২৭০ টাকা এবং পাকিস্তানি লেয়ার ২৪০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দাম বেড়েছে দেশি মুরগির। গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে আজ তা ৪৭০-৪৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংসের দামে তেমন কোনো হেরফের নেই ৬৩০-৬৫০ টাকায় এবং খাসির মাংস ৮৫০-৯০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

শাপলা বাজারের মুরগি ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, বাজারে মুরগির আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের চেয়ে ১০-২০ টাকা কমে ব্রয়লার ও পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে। তবে দেশি মুরগির আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে।

সবজির বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে কেজিপ্রতি টমেটো ২০-২৫ টাকা, গাজর ২৫ টাকা, করলা ৭০-৮০ টাকা থেকে কমে ৫০ টাকা, চিকন বেগুন গত সপ্তাহের মতোই ৩৫-৪০ টাকা, গোল বেগুন ৪০-৫০ টাকা, সিম ২৫-৩০ টাকা, শসা ৬০-৭০ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, লেবু প্রতিহালি ২০-২৫ টাকা, কাঁচা মরিচ ৫৫-৬০ থেকে বেড়ে ৭০-৮০ টাকা, শুকনা মরিচ ৩৫০ টাকা কেজি, প্রতি পিস বাঁধাকপি ২০ টাকা, লাউ প্রতিপিস ৪০-৪৫ টাকা, কাঁচকলা হালি ২০-২৫ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা থেকে কমে ৪০-৫০ টাকা, বরবটি ৪০-৪৫ টাকা, পটল ১০ টাকা কমে ৫০ টাকা, সজনে ১০-২০ টাকা কমে ৫০-৬০ টাকা, প্রতি কেজি মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৩০ ও ভারতীয় পেঁয়াজ ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে আসা নতুন সবজি চালকুমড়া আকারভেদে ৩৫-৪০ টাকা এবং ঝিঙে ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সিটি বাজারের সবজি বিক্রেতা রহমান বলেন, বাজারে সবজির আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। রমজান উপলক্ষে সবজি বাজারে যে অস্থিরতা শুরু হয়েছিল তা আপাতত নেই।

এদিকে, আদা গত সপ্তাহের মতোই ৮০-৯০ টাকা, রসুন ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির ডিমের হালি খুচরা বাজারে ৩২-৩৩ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৪-১৫ টাকা এবং শিল আলু ২৫-২৬ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া খোলা চিনি ৮০ টাকা কেজি এবং প্যাকেট চিনি ৮৫ টাকা, ছোলা ৮০ টাকা, মসুর ডাল মাঝারি ১০০ টাকা, চিকন ১৩০ টাকা, আটা প্যাকেট ৪০ টাকা ও খোলা ৩৬-৩৮ টাকা কেজি এবং ময়দা প্যাকেট ৫৫-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দামে তেমন একটা হেরফের নেই। আগের মতোই স্বর্ণা (মোটা) ৪৬-৪৮ টাকা, বিআর২৯ তিন টাকা বেড়ে ৫৮ টাকা, বি২৮ আগের মতোই ৫৮-৬০ টাকা, মিনিকেট ৬৮ টাকা এবং নাজির শাইল ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের মাছের দর কেজিপ্রতি ১৫-২০ টাকা বেড়েছে। সূত্র : জাগোনিউজ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.