সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩৩ pm
ডেস্ক রির্পোট : রংপুরের বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। বাজারে আসা নতুন দুই-একটি ছাড়া অধিকাংশ সবজির দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। সেইসঙ্গে কমেছে মুরগির দামও। তবে মাছের দাম কিছুটা বাড়লেও অপরিবর্তিত রয়েছে চালের বাজার।
মঙ্গলবার (১২ এপ্রিল) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল এখন ১৬০ টাকা এবং পাঁচ লিটার তেল ৭৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খোলা সয়াবিন গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে ১৮০ টাকা লিটার বিক্রি হচ্ছে।
এদিকে, বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহ থেকে ব্রয়লার মুরগি খুচরা বাজারে ১০ টাকা কমে ১৫০-১৬০ টাকা, পাকিস্তানি মুরগি ২৬০-২৭০ টাকা এবং পাকিস্তানি লেয়ার ২৪০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দাম বেড়েছে দেশি মুরগির। গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে আজ তা ৪৭০-৪৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংসের দামে তেমন কোনো হেরফের নেই ৬৩০-৬৫০ টাকায় এবং খাসির মাংস ৮৫০-৯০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
শাপলা বাজারের মুরগি ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, বাজারে মুরগির আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের চেয়ে ১০-২০ টাকা কমে ব্রয়লার ও পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে। তবে দেশি মুরগির আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে।
সবজির বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে কেজিপ্রতি টমেটো ২০-২৫ টাকা, গাজর ২৫ টাকা, করলা ৭০-৮০ টাকা থেকে কমে ৫০ টাকা, চিকন বেগুন গত সপ্তাহের মতোই ৩৫-৪০ টাকা, গোল বেগুন ৪০-৫০ টাকা, সিম ২৫-৩০ টাকা, শসা ৬০-৭০ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, লেবু প্রতিহালি ২০-২৫ টাকা, কাঁচা মরিচ ৫৫-৬০ থেকে বেড়ে ৭০-৮০ টাকা, শুকনা মরিচ ৩৫০ টাকা কেজি, প্রতি পিস বাঁধাকপি ২০ টাকা, লাউ প্রতিপিস ৪০-৪৫ টাকা, কাঁচকলা হালি ২০-২৫ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা থেকে কমে ৪০-৫০ টাকা, বরবটি ৪০-৪৫ টাকা, পটল ১০ টাকা কমে ৫০ টাকা, সজনে ১০-২০ টাকা কমে ৫০-৬০ টাকা, প্রতি কেজি মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৩০ ও ভারতীয় পেঁয়াজ ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে আসা নতুন সবজি চালকুমড়া আকারভেদে ৩৫-৪০ টাকা এবং ঝিঙে ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সিটি বাজারের সবজি বিক্রেতা রহমান বলেন, বাজারে সবজির আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। রমজান উপলক্ষে সবজি বাজারে যে অস্থিরতা শুরু হয়েছিল তা আপাতত নেই।
এদিকে, আদা গত সপ্তাহের মতোই ৮০-৯০ টাকা, রসুন ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির ডিমের হালি খুচরা বাজারে ৩২-৩৩ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৪-১৫ টাকা এবং শিল আলু ২৫-২৬ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া খোলা চিনি ৮০ টাকা কেজি এবং প্যাকেট চিনি ৮৫ টাকা, ছোলা ৮০ টাকা, মসুর ডাল মাঝারি ১০০ টাকা, চিকন ১৩০ টাকা, আটা প্যাকেট ৪০ টাকা ও খোলা ৩৬-৩৮ টাকা কেজি এবং ময়দা প্যাকেট ৫৫-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দামে তেমন একটা হেরফের নেই। আগের মতোই স্বর্ণা (মোটা) ৪৬-৪৮ টাকা, বিআর২৯ তিন টাকা বেড়ে ৫৮ টাকা, বি২৮ আগের মতোই ৫৮-৬০ টাকা, মিনিকেট ৬৮ টাকা এবং নাজির শাইল ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের মাছের দর কেজিপ্রতি ১৫-২০ টাকা বেড়েছে। সূত্র : জাগোনিউজ