সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫৪ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে ১৪৪ ধারা ভঙ্গ করে গভীর রাতে জমি থেকে চুরি করে ধান কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ (১০ এপ্রিল) রোববার দিবাগত রাতে আনছার আলীর বিরোধপূর্ণ জমিতে। এঘটনায় উপজেলার কামারগাঁ ইউপির কচুয়া আদ্বিপুর গ্রামের বাসিন্দা মৃত নহির মন্ডলের পুত্র খোকা মন্ডল (৫২) ও গিয়াস মন্ডল (৪৭) ছাড়াও মৃত মজিদুল্লাহর পুত্র আবুল হোসেন ধলুসহ ১৪ জন নামধারী ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ ও এলাকাবাসী জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা আনছার আলী আদ্বিপুর মৌজায় পৌনে দুই বিঘা জমি ক্রয় করে বিগত ৩০ বছর ধরে ভোগদখল করে আসছেন। এঅবস্থায় ওই গ্রামের খোকা মন্ডল, গিয়াস মন্ডল ও আবুল হোসেন ধলুসহ তাদের ১৪ জন বংশধর লাঠিয়াল বাহিনী আনছার আলীর জমি দখলের চেষ্টা করে তাকে ও তার পরিবারকে জীবন-নাশের হুমকি দেন। এতে তিনি ভীতস্থ হয়ে গেলো মার্চ মাসে রাজশাহী কোর্টে ১০৭ ধারায় মামলা করেন। ওই মামলায় খোকা মন্ডলগণের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত ১৪৪ ধারা জারি করেন।
এবিষয়ে আনছার আলী তার অভিযোগে জানান, তার ভোগ-দখলীয় সম্পত্তিতে খোকা মন্ডল গণের বিরুদ্ধে আদালত কর্তৃক ১৪৪ ধারা জারি রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে পেশি শক্তির বলে গেলো রোববার দিবাগত গভীর রাতে তার জমি থেকে চুরি করে ধানের শীষ কর্তন করেছে খোকা মন্ডলসহ ১৪ জন ব্যক্তি। এখনও খোকা মন্ডলের বাড়িতে ওই ধান রয়েছে বলে তিনি লোক মাধ্যমে জেনেছেন।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে থানার সামনে গিয়ে তার পরিচিতি এসআই নিজামের নিকট অভিযোগ করেন। এসআই নিজাম এ বিষয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন। এ সম্পর্কে এসআই নিজামের কাছে জানতে চাওয়া হলে তিনি আনছার আলীকে পরামর্শ দেবার বিষয়টি নিশ্চিত করেন। ফলে নিরুপাই হয়ে রাজশাহী কোর্টে মামলা করতে গেছেন আনছার আলী। এসব বিষয়ে খোকা মন্ডল গণের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বেশ কয়েক জনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এমন বিষয়ে তিনি অবগত নন। এরপরও যদি কোনভাবে থানায় অভিযোগ হয়ে থাকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি। আজকের তানোর