সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৭ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে পরকীয়ার জেরে প্রকাশ সিং (২০) হত্যা মামলায় চারজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। রোববার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্র পক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, রাজশাহীর তানোরের চোরখৈর গ্রামের মৃত জলধর সিংয়ের ছেলে বিমল সিং (৫০), তার স্ত্রী অঞ্জলী রানী (৪৫), ছেলে সুবোধ সিং (২০) ও নওগাঁ নিয়ামতপুর উপজেলার শ্যামপুর গ্রামের জিন্নাত আলী মন্ডলের ছেলে বাদল মন্ডল (৪৬)। রায় ঘোষণার সময় চারজনই আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, ২০২১ সালের ২৮ মার্চ তানোরের চোরখৈর গ্রামের প্রকাশ সিং বিকেলে বাড়ী থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন মাঠে তার গলা কাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার পিতা নির্মল সিং বাদী হয়ে মামলা দায়ের করে। প্রকাশ রাজশাহী নগরের একটি মিষ্টির দোকানের কর্মচারি ছিলেন। লকডাউনের কারণে একমাস ধরে বাড়িতে ছিল প্রকাশ সিং।
পুলিশী তদন্তে উঠে আসে নিহত প্রকাশ তার চাচী অঞ্জলী রানী ও বাদল মন্ডলের পরকীয়া জেনে যান। এতে ক্ষুদ্ধ হয়ে চাচী অঞ্জলী, চাচা বিমল সিং, চাচাতো ভাই সুবোধ সিং ও কথিত প্রেমিক বাদল মিলে এ হত্যাকান্ড ঘটায়। পরে পুলিশ এই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত স্বাক্ষ্য গ্রহন, তথ্য উপাত্ত ও যুক্তি তর্ক উপস্থাপন শেষে এই রায় ঘোষণা করেন। আজকের তানোর