বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৬:২৯ am
বিনোদন ডেস্ক : মাত্র ১০০ টাকার বিনিময়ে উপভোগ করা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ন ডরাই’। বুধবার এমনটাই জানালো প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স। ১২ ফেব্রুয়ারি থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় চলবে ছবিটি। এমন উদ্যোগ প্রসঙ্গে ছবিটির প্রযোজক মাহবুব রহমান রুহেল বলেন, ‘‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় ‘ন ডরাই’ নিয়ে নতুন করে অনেকের কৌতূহল তৈরি হয়েছে।
সেই সঙ্গে যারা আগে দেখতে পারেননি তাদের দেখার সুযোগ করে দিতে ছবিটি পুনরায় হলে আনছি আমরা। দর্শকদের সুবিধার্থে টিকিটের মূল্য সহজলভ্য করা হয়েছে। আশা করছি দর্শকরা সুযোগটা উপভোগ করবেন।’ ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সেরা চলচ্চিত্রসহ ৬টি ক্যাটাগরিতে পুরস্কার জয় করেছে ‘ন ডরাই’।
দেশের প্রথম নারী সার্ফার নাসিমার জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করা হয়। ২০১৯ সালের ২৯ নভেম্বর মুক্তি পায় ‘ন ডরাই’। সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র এটি। ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল। আরও আছেন সাঈদ বাবু, শরিফুল রাজসহ অনেকে। আজকের তানোর