মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৭ am

সংবাদ শিরোনাম ::
বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি চালকরা দাবি আদায়ে রাস্তায়, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি
নগরীতে পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন লাগানোর ঘটনায় মামলা

নগরীতে পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন লাগানোর ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে ঘর-বাড়ীতে আগুন লাগিয়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয় ক্ষতি ও প্রাণনাশের ভয়-ভীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকার মৃত আব্দুল আজিজ মন্ডলের ছেলে নকির হোসেন (৬২) গত ২ এপ্রিল শনিবার কাশিয়াডাঙ্গা থানায় ৪ জনের নামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী মামলা দায়ের করেছেন। নকির হোসেন রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালের অবসর প্রাপ্ত অফিস সহায়ক।

মামলার আসামীরা হলেন, নবগঙ্গা এলাকার আব্দুল মজিদের ছেলে হেলেন (৩৫) , মৃত আশরাফ আলীল ছেলে মামুন (৪৫), আব্দুল লতিফের ছেলে আব্দুল কাদের, মৃত সৈয়ধ আলীর ছেলে আব্দুল মজিদসহ আরো অজ্ঞাত নামা কয়েকজন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী নকির হোসেন দীর্ঘদিন হতে নবগঙ্গা এলাকার জিলাপির মোড়ে দীর্ঘদিন হতে বসবাস করে আসছে। মামলার উপরোক্ত আসামীরা নকির হোসেন ও তার ভাইদের হতে বিরোধ চলিয়া আসছে। এর সূত্র ধরে তারা জমি নিয়া নানা ধরনের ভয়Ñভীতি ও হুমকি দিয়া আসছে।

গত ৩০ মার্চ রাত ১০ টার দিকে কাশিয়াডাঙ্গা মোড়ে মামলার আসামী হেলেন (৩৫) এর সাথে দেখা হইলে সে নকির কে উদ্দেশ্যে করে বলে নকির হোসেন ও তার ভাইদের বসত বাড়ী হইতে উচ্ছেদ করিবে এবং ঐ জমিতে একটি মাত্র খুটিও পুঁততে দিবে না।

গত ৩১ মার্চ দুপুর অনুমান ১ টার দিকে আসামী আব্দুল মজিদ (৭০) নবগঙ্গা গ্রামস্থ মৃত গাঙ্গু শেখ এর বাড়ীর ছাদে ওঠে নকির হোসেনের বাড়ীর সীমানা দেখিতে থাকাকালে নকির হোসেন বাড়ী হতে বাহির হয়ে মৃত গাঙ্গু শেখ এর বাড়ীর ছাদে আসামী আব্দুল মজিদ নকির হোসেনের বাড়ীর সীমানা ও ভিটামাটি দেখিতে থাকা অবস্থায় দেখা মাত্রই নকিরকে দেখতে পেয়ে দ্রুত বাড়ীর ছাদ হতে নেমে যায়।

এছাড়াও বিভিন্ন সময়ে আসামীদের নকির হোসেনের বসত বাড়ীর আশে-পাশে সন্ধেহজনক ভাবে ঘোরাঘুরি করিতে দেখে।

গত ১ এপ্রিল রাতে আনুমানিক ১ টার দিকে জনৈকা বিলবিল আরা নকির হোসেনকে ডেকে বলেন যে, খালু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠেন।

আমি ঘুম থেকে উঠে নকির হোসেন দেখতে পাই তার অ আপন বড় ভাই প্রতিবন্ধী আলম শেখ @ ফকিরের বাড়ীতে কে বা কাহারা আগুন লাগিয়ে দিয়েছে

পূর্ব শত্রুতার জেরে নকির হোসেনের ভাইয়ের টিনের ছাপরা বসত বাড়ী চার জন আসামী আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার পূর্ব দিন আসামীরা সন্ধেহজনক নকির হোসেন ও তার ভাইয়ের বসত বাড়ীর আশে-পাশে ঘোরাঘুরি করিতে দেখে।

এই ঘটনায় ঘরে থাকা লেপ-কাথা, কাপড়-চোপড় নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন।

এই বিষয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ বলেন, মামলাটি তদন্তাধিন রয়েছে। আসামীরা আদালতে আত্নসমর্পণ করতে গেলে জেল হাজতে রয়েছে বলে জানান। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.