শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৮ pm
ইমরান হোসাইন :
রাজশাহীর তানোরে সরনজাই উচ্চ বিদ্যালয়ে অর্ধকোটি টাকার বিনিময়ে কম্পিউটার ল্যাব অপারেটরসহ ৪ জন কর্মচারী নিয়োগের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ উঠেছে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান সাইদ ও প্রধান শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে।
এ ঘটনায় সরনজাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চারজন নির্বাচিত অভিভাবক সদস্য এমন অনিয়মের বিষয়টি বুঝতে পেরে আবেদনকারীদের যাচাই-বাছাই কমিটি গঠনের রেজুলেশন খাতায় স্বাক্ষর না করে প্রতিবাদ জানান। সেই সঙ্গে তারা বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও অবহিত করেছেন বলে তারা জানিয়েছেন।
কমিটির অভিভাবক সদস্যদের অভিযোগ, ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান সাইদ ও প্রধান শিক্ষক আব্দুল হান্নান যোগসাজসে ৪টি পদের প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের প্রায় অর্ধকোটি টাকা নিজেদের পকেটে রেখে তারা তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেয়ার চেষ্টা চালাচ্ছেন।
স্কুল কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, গত ১৩ই মার্চ তানোর সরনজাই উচ্চ বিদ্যালয়ের শুন্যপদে কম্পিউটার ল্যাব অপারেটর ১জন, নৈশপ্রহরী পদে ১জন, আয়া পদে ১জন ও অফিস সহায়ক পদে ১জন মোট ৪জনকে নিয়োগ প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রতিটি পদে ৮ জন থেকে ১২জন প্রার্থী আবেদন করেন।
বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজসে ৪টি পদে ১৪ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা করে নিয়ে নিয়ম বহির্ভুত ভাবে নিজের পছন্দের প্রার্থীদের গোপনে নিয়োগ প্রদানের চেষ্টা করছেন। আগামী ১০ এপ্রিল বর্তমান কমিটির সভাপতির মেয়াদ শেষ হবে। সভাপতি তার মেযাদ শেষ হওয়ার আগেই তাড়াহুড়া করে কর্মচারী নিয়োগের জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানান স্কুলের শিক্ষকরা।
ম্যানেজিং কমিটির নির্বাচিত ৪ অভিভাবক সদস্যে’র দাবি স্কুলের কল্যাণে অভিভাবকরা তাদের ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত করেছেন। সভাপতি তার পছন্দের লোকদের কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে তড়িহড়ি করে অযোগ্যদের নিয়োগের চেষ্টা চালাচ্ছেন।
এবিষয়ে মোবাইলে একাধীকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সরনজাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ফোন রিসিভ করেননি।
এব্যাপারে সরনজাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান সাইদ বলেন, এসপ্তাহের মধ্যেই নিয়োগ সম্পুর্ণ করার সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অভিভাবক সদস্যরা স্বাক্ষর না করলেও নিয়োগ আটকে থাকবে না। কারো কাছে কোন টাকা নেয়ার হয়নি বলেও দাবি করেন তিনি। আজকের তানোর