রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১৯ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে মুন্ডুমালা পৌর নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। আজ (৩ জানুয়ারী) রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে বৈধ প্রার্থী যাচাই বাছাই করা হয়েছে। জানা গেছে, গত ৩১ ডিসেম্বর মুন্ডুমালা পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
এসব প্রার্থীর মধ্যে শুধুমাত্র ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক এবং ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তহরুল ইসলাম ঋণ খেলাপি দায়ে তাদের মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার সুশান্ত কুমার মাহাতো।
প্রসঙ্গ, গত ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে মেয়রপদে নৌকার প্রার্থী আমির হোসেন আমিন, ধানের শীষের প্রার্থী ফিরোজ কবির, স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আজ উপজেলা পরিষদ সভাকক্ষে যাচাই বাছাই শেষে বেলা সাড়ে ১১টার দিকে বৈধ প্রার্থী হিসেবে তাদেরকে ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নং অফিসার সুশান্ত কুমার মাহাতো।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান সহ মুন্ডুমালা পৌরসভার ৯টি ওয়ার্ডের সকল প্রার্থী ছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী মুন্ডমালা পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।