শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ১২:২৬ am

সংবাদ শিরোনাম ::
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
শিবনদীর সিমান্তে সন্ত্রাসী হামলায় ১০ যুবক আহত, বাইক ছিনতাই

শিবনদীর সিমান্তে সন্ত্রাসী হামলায় ১০ যুবক আহত, বাইক ছিনতাই

ভ্রাম্যমান প্রতিবেদক : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এমপি আয়েন উদ্দিনের  সাবেক পিএস বিজয়ের নেতৃত্বে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে সন্ত্রাসী স্টাইলে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। সম্প্রতি গেলো (৪ এপ্রিল) সোমবার রাতে শিবনদের ব্রিজের পূর্ব প্রান্তে এমপি আয়েন উদ্দিনের পাখির অভয়াশ্রম নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

এতে তানোর পৌর সদর এলাকার তরুণ যুবকদের অন্তত ১২ জন আহত হয়। এছাড়াও ৬টির মত দামি মোটরসাইকেল ছিনতাই ও ছয়টির মত মোবাইল ভাংচুর করে মাথা ফাটিয়ে দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের বর্তমানে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে।এঘটনায় তানোর পৌর সদরের কয়েক গ্রামের বাসিন্দাদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।  রমজান মাসে এমন নেক্কার জনক হামলার জন্য বিজয়সহ তার বাহিনীর দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবি করেছেন। নচেৎ এর পরিনাম হবে ভয়াবহ বলেও ক্ষোভ প্রকাশ করেন, তানোর সদরের কয়েক গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- তানোর গ্রামের অনার্স পড়ুয়া শামিম (২২), রায়হান (২১), অনার্স পড়ুয়া রিয়াদ (২০), ফাহিম (২০), সবুজ (২০), শাওন (২১) ও অমি (২৮)। তারা সোমবার রাতেই মেডিকেলে চিকিৎসা নেন।

জানা গেছে, সোমবার বিকেলের দিকে শীবনদী ব্রিজের পূর্ব প্রান্ত এমপি আয়েন উদ্দিনের পাখির অভয়াশ্রমের নামের ওই রাস্তা দিয়ে রায়হান মোটরসাইকেল চালাচ্ছিল। এসময় আয়েন এমপির কর্মচারী সুমান্ত গালমন্দ করে। এঘটনা ফায়সালা করার জন্য রায়হানের বন্ধুদের ডাকা হয়। তারা ইফতার নামাজ শেষে আয়েন এমপির জালসা ঘরের কাছে গিয়ে বিভিন্ন দোকানে বসে গল্পগুজব করছিল। এঅবস্হায় এমপির সাবেক  পিএস বিজয় কর্মচারী সুশান্ত, অজয়েরা কয়েক ভুটভুটি লোক ডেকে এলোপাথাড়ি মারপিট শুরু করেন।

এব্যাপারে আহত আমশো গ্রামের ফয়সাল সরকার অমি জানান, আমরা বসে মুড়ি খাচ্ছি। এমন সময়  বিজয় লোকজন ডেকে মাতাল অবস্থায় আমাদের উপর হামলা করে। প্রত্যেকের মাথা ফেটেছে ও শরীরে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি মারপিট করে দামি ছয়টির মত মটরসাইকেল ছিনতাই এবং ছয়টির মত বিভিন্ন কোম্পানির দামি মোবাইলও ভেঙেছে। অনেকের কাছ থেকে টাকাও ছিনিয়ে নিয়েছে। এমপি আয়েন তো জলসা খানায় ছিনতাই কারী মাদকসেবীদের লালন-পালন করেন। একজন এমপির পিএস মাদক সেবী হলে সে কেমন এমপি বোঝা যায়।

মোহনপুর এলাকার বেশকিছু বাসিন্দারা জানান, বিজয় এমপির ক্ষমতার দাপটে যা খুসি করেন এবং এক প্রকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

প্রত্যাক্ষদর্শীরা জানান, মারপিটের মুলহোতায় এমপির সাবেক পিএস বিজয়। সে হুকুম দিয়ে অন্যায় ভাবে পশুর মত পিটিয়ে নিয়েছে। আবার বাইক ছিনতাই করে নিয়ে গেছে। এমপি যেমন দরিদ্র কৃষকের জমি জোরপূর্বক নিয়ে পুকুর করেছে। এখন টাকা চাইলে বলছে ৯৯ বছরের লীজ হয়ে গেছে। তার পিএস এমন হওয়াটাই স্বাভাবিক। বিজয়, সুশান্ত ও অজয় রমজান মাসের গুরুত্ব কি করে বুঝবে। তারা মনে করে আজীবন ক্ষমতায় থাকব। কখনো হারাতে হবে না। অন্যায় কারীর বিচার হবেই।

এদিকে, মেলান্দি গ্রামের অজয়ও এমপির ক্ষমতায় ক্ষমতাবান। তিনিও অনেকের জমি জোর করে নিয়েছেন এবং গ্রামের সামনে বন্যানিয়ন্ত্রণ বাধ কেটে পাকা বাড়ি নির্মাণ করছেন।

আহতরা জানান, আমাদের পশুর মত পিটিয়ে বাইক ছিনতাই করেছে। এতে কয়েক গ্রামের যুবকদের আহত হয়েছেন। এর বিরুদ্ধে আমরাও ব্যবস্হা নিব।

আয়েন এমপির সাবেক পিএস বিজয়ের ০১৭১৩- ৯৪১১৬৮ মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ হয়নি।  এমপি আয়েন উদ্দিনের ০১৭১৬-০৩৪৭২১ মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে তিনিও রিসিভ করেন নি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.