সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৪ am
সাইদ সাজু, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউপির একটি মাত্র ‘আড়াদীঘি’ গ্রাম নিয়ে গঠিত ৬ নম্বর ওয়ার্ড। এই গ্রামের চারিদিকে জমির মাঠ। ওই গ্রামে প্রায় ২ হাজার লোকের বসবাস। এতে ভোটার সংখ্যা প্রায় ১ হাজার। এমন গ্রামে আসা-যাবার জন্য মাত্র ১টি রাস্তা রয়েছে। ওই রাস্তা ১৯৯৫ সালে পাঁকাকরণ করা হয়। কিন্তু রাস্তা নির্মাণের ২৭ বছরেও আর সংস্কার হয়নি।
এতো বছর ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় ধুলো মাটির ন্যায় পরিণত হয়েছে রাস্তাটি। ফলে বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসী ছাড়াও ওই অঞ্চলের হাজারো মানুষকে।
গ্রামের বাসিন্দা ওয়ার্ড মেম্বার সামশুদ্দিন জানান, তানোর সদর থেকে মুন্ডুমালা হাটে যাবার পথে আড়াই কিলোমিটার দূরে আড়াদীঘি গ্রামে প্রবেশের রাস্তা রয়েছে। সেখানে পাচপির নামে একটি মোড় আছে। ওই মোড় থেকে গ্রামে প্রবেশ করতে ১ কিলো ২০০ মিটার রাস্তা পাড়ি দিতে হয়। বর্তমানে রাস্তাটি ভেঙ্গে এতোটায় খানাখন্ডের সৃষ্টি হয়েছে যে স্বাভাবিক ভাবে ওই রাস্তা দিয়ে চলাচল করতে মানুষদের খুব কষ্ট পোহাতে হয়।
তিনি আরও জানান, রাস্তাটি দিয়ে শুধু মানুষ নয়, বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে একেবারেই অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। ওই রাস্তার দু’পাশে জমির মাঠ থেকে কৃষকরা তাদের ফসল আনা-নেয়া করে থাকেন।
কিন্তু দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় বুঝার উপায় নেই যে, ওই রাস্তাটি একসময় পাকা রাস্তা ছিলো। বর্তমানে ১২শ’ মিটার রাস্তার পিচ ও পাথর উঠে পুরোটাই মাটির রাস্তায় পরিণত হয়েছে। ফলে, আড়াদীঘি গ্রামে যাবার একমাত্র রাস্তাটি বর্ষা মৌসুমের আগেই সংস্কার করার দাবী জানান গ্রামবাসীসহ এলাকার হাজারো কৃষক।
ওই গ্রামের বাসিন্দা বাবু বলেন, আগামী বর্ষা মৌসুমে কোন ধরনের যানবাহন তো দূরের কথা মটরসাইকেল বা ভুটভুটি ও অটো এই রাস্তায় চলাচল করতে কষ্টকর হয়। রাস্তাটি সংস্কারের জন্য উর্ধবতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন তিনি ছাড়াও হাজারো গ্রামবাসী।
এব্যাপারে তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, এমন রাস্তা ব্যাপারে তিনি অবগত নন। সংশ্লিষ্ট পরিষদ চেয়ারম্যানের নিকট খোঁজ নিয়ে রাস্তা মেরামত ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আজকের তানোর