রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০৮ pm

সংবাদ শিরোনাম ::
গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান
দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলিং তোপে তছনছ দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলিং তোপে তছনছ দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক : বৃহস্পতিবার আধাঘণ্টা দেরিতে শুরু হওয়া ডারবান টেস্ট প্রথম দিনে আলোক স্বল্পতায় খেলা হয় সব মিলিয়ে ৭৭ ওভার। আজ শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে ৩ ওভার পরেই নতুন বল হাতে পান বাংলাদেশি পেসাররা। এরপর পেস, সুইং আর ধারাবাহিক লাইন-লেন্থে খালেদ, এবাদত, তাসকিনরা নাভিশ্বাস তুলেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের।

তাতে সাফল্যও এসেছে দ্রুত। কম যাননি স্পিনার মেহেদী হাসান মিরাজ। ফিরিয়েছেন গলার কাটা হয়ে থাকা টেম্বা বাভুমাকে। এতে সকালের সেশনে প্রোটিয়াদের ৪ উইকেট তুলে নিয়ে দাপট বাংলাদেশ দলের। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেট হারানো স্বাগতিকদের সংগ্রহ ৩১৪ রান। লিজাড উইলিয়ামস ৬ এবং সিমন হারমার ৮ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।

৪ উইকেট হারিয়ে ২৩৩ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে প্রোটিয়ারা। যেখানে বাভুমা ৫৩ আর কাইল ভেরেইনা ২৭ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামেন। দুই জনের অবিচ্ছেদ্য ৫৩ রানের জুটিকে আজ অবশ্য বেশি বাড়তে দেয়নি সফরকারীরা। নতুন বল হাতে নিয়েই নিজের দ্বিতীয় ওভার ও দিনের ষষ্ঠ ওভারে জোড়া আঘাত হানেন পেসার খালেদ আহমেদ। ফেরান ভেরেইনা আর নতুন ব্যাটসম্যান উইয়ান মাল্ডারকে।

খালেদের করা ওভারের দ্বিতীয় বলটি গুড লেংথ থেকে একটু সামনে পিচ করে ভেতরে ঢোকে। ডিফেন্স ফাঁকি দিয়ে বল লাগে ব্যাটসম্যান ভেরেইনার প্যাডে। আবেদনে আঙুল তুলতে খুব একটা সময় নেননি আম্পায়ার। যদিও রিভিউ নিয়েছিলেন ভেরেইনা। তবে লাভ হয়নি তাতে। ৮১ বলে ২৮ রান করে আউট ভেরেইনা। বাভুমার সঙ্গে জুটির সমাপ্তি ৬৫ রানে।

পরের বলেই মাল্ডারকে একই পথে ফেরান খালেদ। তবে এই উইকেটের সমান কৃতিত্ব পাবেন ফিল্ডার মাহনুদুল হাসান জয়। মাল্ডারকে অফ স্টাম্পের বাইরে লেংথ বল করেন খালেদ। পিচ করে বলটি বেরিয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে ব্যাটসম্যান ব্যাট চালিয়ে দেন জায়গায় দাঁড়িয়ে। বল ব্যাটের কানায় লেগে চলে যায় পেছনে। গুলির বেগে আসা বল তৃতীয় স্লিপে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে দুই হাতে তালুবন্দি করেন জয়। মুল্ডার ফেরেন রানের খাতা খোলার আগেই।

এরপর নতুন ব্যাটসম্যান কেশভ মহারাজকে নিয়ে সপ্তম উইকেট জুটি জমিয়ে তোলেন বাভুমা। ছুটতে থাকেন নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দিকে। এই স্বাদ অবশ্য তাকে পেতে দেননি মিরাজ। গলার কাটা হয়ে বিঁধে থাকা বাভুমাকে ফেরান ৯৩ রানে। মিরাজের অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারিটি টার্ন করে অনেকটা। শেষ মুহূর্তে ব্যাট পেতে দিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি। বল বিশাল বাঁক খেয়ে বাভুমার পায়ে লেগে আঘাত করে স্টাম্পে। ৭ রানের এক্ষেপে পুড়ে বাভুমা ফেরেন ১২ চারে ১৯০ বলে ৯৩ রান করে।

৫৩ রানের জুটি ভাঙার পর এবাদত হোসেনের করা পরের ওভারে ফেরেন মহারাজ। আউট হওয়া বলটি ফুল লেংথ বল সিমে পিচ করে ভেতরে ঢোকে একটু। মহারাজ ব্যাট চালাতে একটু দেরি করে ফেলেন। বল তার ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত দেয় স্টাম্পে ৪০ বলে ১৯ রান করে শেষ মহারাজের লড়াই।

দ্রুত এই দুই উইকেট হারানোয় পর দলের হাল ধরার চেষ্টায় আছেন দুই অপরাজিত ব্যাটসম্যান লিজাড আর হারমারের। অবিচ্ছেদ্য ১৬ রানের জুটি নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছেন তারা। ৩১৪ রানে ৮ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকায় রান বাড়িতে নিতে লিজাড উইলিয়ামস ৬ এবং সিমন হারমার ৮ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.