রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০২ pm
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া মঙ্গলবার ঘোষণা দেয় তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে কিছু সেনা প্রত্যাহার করে নেবে। রাশিয়া এমন ঘোষণা দেওয়ার পর বিষয়টি বিশ্লেষণ করে সামরিক জোট ন্যাটো।
আর এ ন্যাটো জোটের সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, রাশিয়া সেনা প্রত্যাহার করে নিচ্ছে না। তারা হামলা করার জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছে।
এ ব্যাপারে বেলজিয়ামের ব্রাসেলসে সাংবাদিকদের ন্যাটো সেক্রেটারি বলেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়ার সেনা ইউনিটকেগুলো প্রত্যাহার করে নেওয়া হচ্ছে না। তারা আসলে নতুন করে অবস্থান নিচ্ছে।
সেক্রেটারি জেন্স স্টলটেনবার্গ আরও বলেন, রাশিয়া নতুন করে জড়ো হওয়ার চেষ্টা করছে, রসদ পাঠানোর চেষ্টা করছে এবং ডনবাস প্রদেশে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, একই সময়ে রাশিয়া কিয়েভ ও অন্য শহরগুলোতে তাদের চাপ অব্যহত রেখেছে। তাই আমরা বলতে পারি নতুন করে সংঘাত হবে, যা আরও ভোগান্তির সৃষ্টি করবে। সূত্র: আল জাজিরা