সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৭ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে চারটি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে গরু ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১৬ জন হতদরিদ্র নারীকে একটি করে বকনা গরু এবং ২০ জনকে একটি করে সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।
আজ (৩১ মার্চ) বৃহস্থতিবার বিকেলে তানোর ডাক বাংলো মাঠে বে-সরকারী এনজিও এফএইচ এসোসিয়েশনের আয়োজনে বিতরনী অনুষ্ঠানে এফএইচ তানোর এরিয়া অফিসের ম্যানেজার গৌতম দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বেল্লাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, তানোর এরিয়া অফিসের কমিউনিটি টিম লিডার নরেশহাসদা, সাথি বেগম, রিপন কিসক, মার্টিন হেমব্রম, হিসাব রক্ষক নির্মল রিবেরু, তপন সৌরভ কোরাইয়া ও নুরনবী আলম প্রমুখ।
এফএইচ এর উদ্যোগে কামারগাঁ ইউনিয়ন, বাধাইড় ইউনিয়ন, কলমা ইউনিয়ন ও চাঁন্দুড়িয়া ইউনিয়নের ১৬ জন (এফ এইচ উপকারভোগী) নারীকে গরু পালনের জন্য তানোর প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে দুই দিনের প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া ওই চার ইউনিয়নের ৮০ জন নারীদের দর্জি প্রশিক্ষণ শেষে ২০ জন হতদরিদ্র নারীকে বাছাই করে সেলাই মেশিন দেয়া হয়। এফএইচ ২০১৬ সাল থেকে তানোর উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্রদের সাবলম্বিনে এবং শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে কাজ করে যাচ্ছে। আজকের তানোর