বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৮ am
নিজস্ব প্রতিবেদক : এক লাফেই তাপমাত্রা বাড়ছে, আবার এক লাফেই কমছে। মাঘের শেষে শীতের বুড়ি যেন যাই যাই করেও যাচ্ছে না! আড়মোড়া দিয়ে আবারও যেনো জাপটে ধরতে চাইছে। আবহাওয়ার এমন ছন্দপতন ঘটেছে প্রকৃতির। তাই বলে বিদায়ের আনুষ্ঠানিকতার জন্য বসে নেই কেউই।
বাংলা পঞ্জিকার অমোঘ নিয়মে দিনের হিসাব যা-ই হোক; প্রকৃতিতে যেন ঋতুরাজ বসন্তের অভিষেক ঘটে গেছে। এই মাঘেই লেগেছে ফাগুনের আগুন। অগ্নিঝরা ফাগুনের আবহনে এরই মধ্যে ফুটেছে শিমুল, ফুটেছে পলাশ।
সবুজ আম্রকাননে ঝিলিক দিচ্ছে স্বর্ণালি মুকুল। কখনও কখনও দূর সীমানা থেকে কানে ভেসে আসছে কোকিলের কুহু-কুহু কলতান। আগুন রাঙ্গা গাঁদা ফুলের সঙ্গে মিষ্টি সৌরভ ছড়াচ্ছে আমের মুকুলও। সূর্যের আলো গায়ে পড়তেই আম গাছের সবুজ-শ্যামল পাতাগুলো চিকচিক করে উঠছে। আজকের তানোর