সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩২ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান থেকে মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি গেল (২৬ মার্চ) শনিবার সকাল সোয়া ১০টায় তানোর উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠ থেকে আলমগীর হোসেন নামে শিক্ষকের মটরসাইকেল চুরি হয়। তিনি তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক। বাড়ি উপজেলার সরনজাই ইউপির কাশারদিঘি গ্রামে।
শিক্ষক আলমগীর হোসেন জানান, তাঁর ডিসকভারী কালো রংয়ের ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে। তাঁর মটরসাইকেলটি শীতলীপাড়া জামে মসজিদের পাশে রেখে বিশ হাত দূর থেকে নিজ বিদ্যালয়ের ডিসপ্লে দেখছিলেন। খুব জোর ৩ মিনিট পরে মোটরসাইকেল না পেয়ে তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিমকে বিষয়টি জানান তিনি। এরপর অনেক খোঁজাখুজি করেও কোথাও পাওয়া যায়নি তাঁর মোটরসাইকেলটি।
এ বিষয়ে তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিঞা বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে এবং চুরি যাওয়া মটরসাইকেল উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। আজকের তানোর