রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১২ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৭২ জন। জেলা পুলিশ লাইনসে মৌখিক পরীক্ষা শেষে মঙ্গলবার রাত ১০টায় চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
এ সময় জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন নতুন নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। হাতে তুলে দেন মিষ্টির প্যাকেট।
এসপি নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহবান জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা পুলিশে কনস্টেবল পদে ৭২টি শূন্য পদের বিপরীতে এবার অনলাইনে রাজশাহীর মোট ১০ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। নতুন নিয়মে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে এদের মধ্যে ২ হাজার ৫১০ জন প্রার্থী প্রথম পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। এদের শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৬৭৭ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হন।
তারা লিখিত পরীক্ষা দেন। এর মধ্যে ২১৪ জন উত্তীর্ণ হন। এদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে ৭২ জনকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়।