শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৮ pm
ডেস্ক রির্পোট : প্রায় এক বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলিলসহ ঘর দেওয়ার পরও সেই ঘরে বসবাসের সুযোগ হয়নি নাটোরের ভূমিহীন এক প্রতিবন্ধী দম্পতির। বর্তমানের তারা অন্যের জমিতে একটি টিনের ছাপড়া তুলে থাকেন। আর তাদের আশ্রয়ণ প্রকল্পের ঘরটি দখল নিয়েছেন অন্য এক ব্যক্তি।
অনুসন্ধানে জানা গেছে, নাটোর সদরের ছাতনী দিয়ার আশ্রয়ণ প্রকল্পে ৫২টি বাড়ি রয়েছে। এখানে ১০ নম্বর বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছে একই গ্রামের ভূমিহীন শারীরিক প্রতিবন্ধী শ্রী পুন্য দাস ও তার স্ত্রী শ্রীমতি দুর্গা রানীকে।
কিন্তু সেই বাড়িতে বাস করেন গৌরাঙ্গ দাস নামে এক ব্যক্তি। আর ছাতনী দিয়ার বাজারের পাশে একটি আমবাগানে অন্যের জমিতে ঘর করে থাকেন শ্রী পুন্য দাস ও তার স্ত্রী।
সোমবার দুপুরে সেখানে গেলে পুন্য দাস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ঘর দিয়েছেন। দলিলসহ সব কাগজপত্র দিয়েছেন। তবুও তারা সে ঘর বুঝে পাননি। তবে যারা সেই ঘরে বসবাস করছেন, তাদের জোর করে বের করে দিয়ে অশান্তি করতেও তারা চান না। নতুন করে কোনো ঘর পাওয়া গেলে সেটাতে তারা বসবাস করতে চান।
পুন্য দাস আরও জানান, বর্তমানে যার জমিতে এখন তারা বাস করছেন তিনি মারা গেছেন। জমির মালিকের ছেলে-মেয়েরা জমিটি অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। ফলে তাদের বসবাসের এ জায়গাটিও ছাড়তে হবে।
তিনি জানান, তাদের কোনো ছেলে নাই। চার কন্যার বিয়ে হয়ে যাওয়ায় তাদের দেখার এখন আর কেউ নেই।
এদিকে ছাতনী দিয়ার আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, ১০ নম্বর বাড়িতে বসবাস করছেন একই গ্রামের গৌরাঙ্গ দাস ও তার স্ত্রী এবং ১১ নম্বর বাড়িতে একাই বসবাস করছেন তার মা। নিজেদের নামে বাড়ি বরাদ্দের কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। তবে তারা বলেন, এ স্থানে তাদের বাড়ি ছিল। তাই এখানে বসবাস তাদেরই অধিকার।
এ সময় আশ্রয়ণ প্রকল্পের অধিবাসী আইয়ুব আলী ও কাজলী বেগম জানান, শুধু ভূমিহীনদের ঘর বরাদ্দের নিয়ম থাকলেও অনেক জমির মালিক ঘর পেয়েছেন। তারা এখানে বাড়ি বরাদ্দ নিলেও বসবাস করেন না। তাদের বাড়িগুলো বছরজুড়ে ফাঁকা পড়ে রয়েছে।
মঙ্গলবার বিকালে এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা খাতুন যুগান্তরকে জানান, বিষয়টি অনেক দিন থেকেই তারা সমঝোতার চেষ্টা করছেন। কিন্তু দুপক্ষই খুব গরিব, কিছু আবেগও জড়িত। তাই এখনো এ সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।
তিনি জানান, আশপাশে খাসজমি পেলে বর্তমানে দখলে রাখা গৌরাঙ্গ দাসকে বাড়ি করে দিয়ে পুন্য দাস ও তার স্ত্রী শ্রীমতি দুর্গা রানীকে ঘর বুঝিয়ে দেওয়া হবে। সূত্র : যুগান্তর