রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৩০ am
ডেস্ক রির্পোট : নওগাঁর বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রাচীন ঐতিহ্যকে সুরক্ষিত রাখতে নওগাঁয় ঘোষিত বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়টি পাহাড়পুরে প্রতিষ্ঠার দাবীতে পাহাড়পুরবাসীসহ বিভিন্ন স্কুল-কলেজের শত শত ছাত্র-ছাত্রীসহ বদলগাছী উপজেলার সর্বস্তরের জনগণ প্রায় ১ ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় পাহাড়পুর বাজারের তিন মাথা মোড়ে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের ব্যানারে ছাত্র-ছাত্রীসহ এলাকার শত শত জনগণ এই মানববন্ধনে অংশগ্রহন করে।
বিশ্ববিদ্যালয়ের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে সৃষ্টি হয় যেন সর্বস্তরের জনগনের মিলন-মেলা। সবার একই দাবী এক সময় এই ঐতিহাসিক পাহাড়পুরে বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় ছিল। এখানকার আচার্য ছিলেন বিখ্যাত পন্ডিত শীলভদ্র ও অতিশ দিপংকর।সেই স্মৃতি ইতিহাস ঐতিহ্য পূন:প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয়ের দাবীতে যেন উত্তাল পাহাড়পুর বৌদ্ধবিহার ও বদলগাছীর জনপদ।
জানা যায়, সাবেক জেলা প্রশাসক মিজানুর রহমান পাহাড়পুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রস্তাব উপস্থাপন করেন। তারপর থেকেই এ বিশ্ববিদ্যালয় নিয়ামতপুর উপজেলার ছাতরা বিলে প্রতিষ্ঠার লক্ষে শুরু হয় রশি টানাটানি । এতে পাহাড়পুর বৌদ্ধবিহার ইতিহাস ঐতিহ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অনিশ্চিত হয়ে পড়ে। এরপর থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে এলাকাবাসী দীর্ঘ দিন থেকে সভা-সমাবেশ ও মানবন্ধন কর্মসূচী পালন করে আসছে।
২৯ মার্চ পাহাড়পুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ-৩ এর সাবেক সংসদ সদস্য ড. আকরাম হোসেন চৌধুরী, উক্ত পরিষদের সদস্য সচিব বৈদ্যনাথ টপ্য, যুগ্ম আহবায়ক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর,পাহাড়পুর আদিবাসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, গোবরচাঁপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুর রহমান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান হিরা প্রমূখ।
বক্তারা বলেন, প্রাচীনকালে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় ছিল ইতিহাস তার স্বাক্ষী। এখানে সৃষ্টি হয়েছিল বাংলা ভাষা তথা বাংলা গানের আদি মাতা চর্যাপদ। সেই বিশ্ববিদ্যালয় পূন:প্রতিষ্ঠার দাবী জানান মাননীয় প্রধানমন্ত্রীর নিকট। আজকের তানোর