শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:০০ pm
ভ্রাম্যমান প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউপির গোছা বাজার সংলগ্ন এলাকার বখাটে দেলোয়ার হোসেন সম্রাটকে থানা পুলিশ গ্রেফতার করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতারকৃত সম্রাট ঘাসিগ্রাম ইউপির সদস্য এমরান সোনারের পুত্র। তাকে গত সোমবার রাতে নিজ এলাকা থেকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বখাটে সম্রাটের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্হানীয়দের মাঝে স্বস্তি বিরাজ করছে।
জানা গেছে, মোহনপুর উপজেলার গোছ বাজার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল দেলোয়ার হোসেন সম্রাট। তিনি স্হানীয় এমপির ছত্রছায়ায় এবং ক্ষমতাসীন দলের দোহায়ে সাধারণ মানুষেকে নানা ভাবে হয়রানি, মাদক কারবারি ও চাঁদাবাজি সহ হাজারো অপরাধের মুল হোতা হিসেবে চিহ্নিত।
স্হানীয়রা জানান, গত সোমবার সন্ধ্যার পরে মাদক সেবন করে থানা পুলিশকে ব্যাপক গালিগালাজ সহ নানা আপত্তিকর মন্তব্য করেন। এছাড়াও এলাকায় মাদক কারবারির সাথেও জড়িত। সম্রাট গোছা বাজারে চাঁদাবাজির রাজত্ব করেছিল। আবার তার পিতা ইউপি মেম্বার এটারও
দাপট ছিল তার। এক কথায় যত রকমের অপরাধ আছে সবার সাথে জড়িত সম্রাট। এছাড়াও মাতাল অবস্থায় প্রায়দিন থানা পুলিশকে গালমন্দ করে সম্রাট। এই রকম বখাটেদের জায়গা জেলহাজতে হওয়াই দরকার।
এমনকি তার ভয়ে এলাকার ব্যবসায়ীরা সব সময় আতঙ্কে থাকতে হত। দোকানে বাকি করে টাকাও দিত না। টাকা চাইলেও বিভিন্ন মামলা হামলার ভয় দেখাত।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু ব্যক্তি বলেন, গত সোমবার মোহনপুর থানার টহলরত পুলিশ গোছা বাজারে পৌছা মাত্র কোন কথা ছাড়াই পুলিশকে লক্ষ করে বখাটে সম্রাট সোনার অকাথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এতে করে ক্ষুব্ধ টহলরত পুলিশ থানায় গিয়ে ওসিকে বিষয়টি অবহিত করেন। সঙ্গে সঙ্গে ওসি এমপি আয়েন উদ্দিনকে ঘটনার কথা জানালে এমপি ওসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। যার প্রেক্ষিতে মঙ্গলবার ভোরে সম্রাটের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার সকালের দিকে স্হানীয়রা জানতে পেরে মিষ্টি বিতরণ পর্যন্ত করেন এবং সবার মাঝে চরম স্বস্তি ফিরে এসেছে। ওসি জানান, সম্রাটের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরের আগে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আজকের তানোর