সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১১:৫১ am
ভ্রাম্যমান প্রতিবেদক :
রাজশাহীর তানোরে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে (২৯ মার্চ) মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন তানোর এরিয়ার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
এরিয়া ম্যানেজার মি: বিমল জেমসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকী, নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ও তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন বাবু প্রমুখ। এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়ার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, মঙ্গলবার সকালের দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না স্থানীয় সাংসদের পক্ষে টেকসই ক্ষুদ্রকার পানিসম্পদ উন্নয়ন (১ম সংশোধিত প্রকল্পের আওতায়) উপজেলাধীন হাতিশাইল ঘৃতকাঞ্চন উপ-প্রকল্প (এসপি নং ২২০৩৪) তিন হাজার ৫০০ মিটার খাল পুন:খনন কাজের শুভ উদ্বোধন করেন তিনি। এসময় কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ ও উপজেলা প্রকৌশলী সাইদুরসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষ বিকেলের দিকে উপজেলার কলমা ইউপির কিসমত বালিকা বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এতে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, সিনিয়র সহসভাপতি আতাউর রহমান, প্রভাষক মুনসেফ আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।