রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩৩ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
নাচোলে এসডিএফ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত 

নাচোলে এসডিএফ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ মার্চ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসডিএফ কর্তৃক আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, ভাইস চেয়ারম্যান প্রভাষক মশিউর রহমান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, এসডিএফ জেলা ব্যবস্থাপক মাহবুবুর রশীদ, আঞ্চলিক ব্যবস্থাপক মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদ বলেন, এসডিএফ দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারকে সহযোগিতা প্রদান এবং সুবিধাবঞ্চিত দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন ও জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও টেকসই গ্রামীণ প্রতিষ্ঠান তৈরীর মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়ন সাধন এর মূল লক্ষ্যে ২০০১ সাল থেকে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি অলাভজনক ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সামাজিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ দরিদ্র অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলায় কমপক্ষে ২৫ হাজার ৫শ’ জন দরিদ্র ও অতি দরিদ্র উপকারভোগী নিয়ে কার্যক্রম পরিচালনা করবে। এরমধ্যে নাচোল উপজেলার নাচোল সদর, কসবা, ফতেপুর, নেজামপুর এই ৪ টি ইউনিয়নে কমপক্ষে ৮ হাজার ৫শ’ দরিদ্র ও অতি দরিদ্র চলমান প্রকল্পের উপকারভোগী হবে। প্রতি গ্রামে গড়ে ১৭০ জন দরিদ্র ও অতি দরিদ্র উপকারভোগী হবে।

কর্মশালায় অন্যান্য বক্তারা বলেন, আরইএলআই প্রজেক্ট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প এসডিএফ কর্তিক বাস্তবায়িত হচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীকে আয় বর্ধন মুলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, সুবিধাবঞ্চিত ও সহায়সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা প্রদান এবং সর্বোপরি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে আগামী পাঁচ বছর চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ বাংলাদেশের ২০টি জেলার ৩ হাজার ২শ’ গ্রামে বাস্তবায়িত হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও শিবগঞ্জ উপজেলায় ১৫০টি গ্রামে এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হবে।

(এসডিএফ) এর জেলা ব্যবস্থাপক মাহবুবুর রশীদ বলেন, দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সহনশীলতা (আরইএলআই) বৃদ্ধি এবং প্রকল্প এলাকার গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তা করুন বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার ৩৪০ মিলিয়ন মার্কিন ডলার (বিশ্ব ব্যাংক- ৩০০ মিলিয়ন এবং বাংলাদেশ সরকার-৪০ মিলিয়ন) এ প্রকল্পে বরাদ্দ করেছেন।

প্রকল্পটি বিবিএস কর্তক প্রণীত দারিদ্র মানচিত্র অনুযায়ী বাংলাদেশের অধিকতর দারিদ্র্যপীড়িত ১২ টি এবং সম্পূর্ণ নতুন ৮ টি জেলাসহ ২০টি জেলার পিছিয়ে পড়া ৬৮টি  উপজেলার ৩ হাজার ২শ’টি গ্রামে বাস্তবায়ন করা হবে। যার মধ্যে ৯০ শতাংশ নারী। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.