মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২৭ am

সংবাদ শিরোনাম ::
বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি চালকরা দাবি আদায়ে রাস্তায়, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি
নগরীতে ব্যবসায়ী খুনের আসামী গ্রেপ্তারে অগ্রগতি নেই, বিক্ষোভ

নগরীতে ব্যবসায়ী খুনের আসামী গ্রেপ্তারে অগ্রগতি নেই, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর নিউ মার্কেটের সামনে জুতা-স্যান্ডেল ব্যবসায়ী রিয়াজুল ইসলাম (২৬) খুনের ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মূল আসামীদের একজন বাদে কাউকেই গ্রেপ্তার করতে পারেনি বোয়ালিয়া থানা পুলিশ। এবিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবারসহ এলাকাবাসী।

গত ২১ মার্চ রাতে নিউ মার্কেটের সামনের ফুটপাত দখলকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত হন রিয়াজুল ও রিংকু দুই সহদর। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিয়াজুলকে মৃত ঘোষণা করেন। তিনি ফুটপাতে জুতা-স্যান্ডেল দোকান চালাতেন। আহত রিংকু হাসপাতালে চিকিৎসাধীন।

ওই রাতেই নিহত রিয়াজুলের বাবা মধু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, নগরের ষষ্ঠীতলা এলাকার সাঈদ শেখের ছেলে রানা শেখ (৩০) ও রনি শেখ (২৬), রতনের ছেলে নাঈম (২৬), গৌরহাঙ্গা এলাকার আনুর ছেলে রিমন (২৪) ও দড়িখড়বনা এলাকার হাসুর ছেলে নাঈম (৩৫)। এ ছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনার রাতেই মামলার অন্যতম আসামী ষষ্ঠীতলা এলাকার নাঈমকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে রাজশাহী নগরীর নিউ মার্কেটের সামনে জুতা-স্যান্ডেল ব্যবসায়ী রিয়াজুল ইসলাম (২৬) খুনের পর ওই এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। নিহত রিয়াজুলের বোন বৃষ্টি আক্তার বলেন, হত্যাকাণ্ডের ঘটনা এক সপ্তাহ হয়ে গেছে। কিন্তু তাঁতি লীগের রানা ও রনি ওই দুই ভাইসহ চিহ্নিত আসামীদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আসামীরা বাইরে থাকায় তারা পুরো পরিবার নিয়ে ভয়ে রয়েছে।

খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ফুটপাতের ব্যবসায়ী রিয়াজুল হত্যাকাণ্ডের ঘটনায় একজন বাদে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

এদিকে রবিবার দুপুর ১২টার দিকে বুলডোজার দিয়ে নিউমার্কেটের ফুটপাত ঘিরে গড়ে ওঠা অন্তত ২৫টি দোকান সরিয়ে দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নিউমার্কেটের উত্তরের গেটের পাশেই মহানগর তাঁতি লীগের কার্যালয়। ফুটপাত দখলকে কেন্দ্র করে হত্যাকাণ্ডে সেই তাঁতি লীগের নেতা-কর্মীরা জড়িত বলে এলাকাবাসী সহ নিহত পরিবারের অভিযোগ।

রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ ফুটপাতের দোকান উচ্ছেদের পর সেখানকার ব্যবসায়ীরা তাঁতি লীগের কার্যালয়ও ভেঙে ফেলার তাগাদা দেয়। তখন সেখানে সংগঠনটির আহ্বায়ক আনিসুর রহমানসহ কয়েকজন এসে নিজেরাই মালপত্র সরিয়ে নেয়ার চেষ্টা চালান। পুলিশ তাদের জানায়, উচ্ছেদ করা তাদের কাজ নয়।

একপর্যায়ে সেখানে হট্টগোল সৃষ্টি হলে পুলিশ আহ্বায়কসহ আনিসুরসহ দুজনকে ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। পরে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়। নিহত রিয়াজুলের পরিবারের দাবি, তাঁতি লীগের রানা ও রনি কয়েক দিন ধরে ফুটপাত থেকে তাদের উচ্ছেদের চেষ্টা করছিল। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.