সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০১:৩৭ pm
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে “ক্ষুদা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রায়গঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সভায় রোববার দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল আলম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন। সমাজ সেবা কর্মকর্তা মোঃ আমিরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আবুল কাশেম অটিষ্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ হৃদয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিবন্ধিদের মাঝে সূবর্ণ কার্ড বিতরণ করেন।