বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৬:০৮ am
ডেস্ক রির্পোট : শাকিরা ইসাবেল মেবারাক। কলম্বিয়ান গায়িকা। বিশ্বব্যাপী সবার কাছে তিনি শাকিরা নামেই পরিচিত। সম্প্রতি ৪৪ বছরে পা রেখেছেন জনপ্রিয় এই পপ তারকা। তবে চুয়াল্লিশেও লাস্যময়ী শাকিরা।
গানের ক্যারিয়ারে দীর্ঘ তিন দশক পার করেছেন শাকিরা। এ সময়ের মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট গান।
তিনি এমন এক তারকা যিনি গানে ও নাচে সমানভাবে দক্ষ। বহু আগেই দর্শকের মন জয় করেছেন এই গায়িকা। তবে তার প্রতিভার তালিকা শুধু নাচ-গানেই সীমাবদ্ধ নয়। একাধারে তিনি গান লেখা, বেলি ড্যান্সিং, কোরিওগ্রাফি, রেকর্ড প্রোডিউস, মডেলিং সবই করে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন।
শাকিরার গানে অন্যরকম এক জাদু রয়েছে। এই গায়িকা যখন স্টেজ পারফরম্যান্স করতে ওঠে তখন সবার মধ্যমণি হয়ে ওঠেন।
২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। আর সেই আসরে ‘ওয়াকা ওয়াকা’ থিম সং গেয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন শাকিরা। থিম সংটি জায়গা করে নিয়েছিল কোটি কোটি মানুষের মনে।
এছাড়া ‘হিপস ডোন্ট লাই’ শাকিরার গাওয়া অন্যতম একটি জনপ্রিয় গান। নব্বই দশক থেকে শুরু করে যা বর্তমান সময়েও জনপ্রিয়। ‘কান্ট রিমেম্বার টু ফরগেট ইউ’ শাকিরার জনপ্রিয় গানের তালিকায় শীর্ষে। এতে শাকিরার সঙ্গী হন পপ সেনসেশন রিহান্না। একই সঙ্গে এই গানের মিউজিক ভিডিওটি দর্শকদের মাঝে উষ্ণতা ছড়িয়েছিল। আজকের তানোর