সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩৩ am
ইমরান হোসাইন : সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় রাজশাহীর তানোরে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যেদিয়ে ৫১তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ (২৬ মার্চ) শনিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের সময় পায়রা উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের শরীরচর্চা প্রদর্শন করা হয়। পরে থানা পুুলিশের উদ্যোগে ৩১ বার তপোধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।
এরআগে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ছবিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশসহ নানান কর্মসূচির উদযাপিত হয়। এ সময় তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব লুৎফর হায়দার রশিদ ময়না।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, তানোর সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক টিপু সুলতান ও কোষাধ্যক্ষ সোহেল রানা ছাড়াও বিভিন্ন রাজনীতিক, সামাজিক এবং সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পরে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আজকের তানোর