রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩১ pm
ক্রীড়া ডেস্ক : লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুটি ম্যাচ ড্র হয়। কিন্তু শেষ ম্যাচে অজিরা জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়।
আর পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় পাওয়ায় এশিয়ার মাটিতে ২০১১ সালের পর প্রথমবারের মতো টেস্ট সিরিজে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
২০১১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজের পর এশিয়ায় সিরিজ জয়ের বিষয়টি যেন ভুলেই যায় তারা।
লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নেওয়ার পর ২০১৪ সালে এশিয়া সফরে আসে অস্ট্রেলিয়া। সেবার তারা খেলে ভারতের বিপক্ষে। কিন্তু ম্যান ইন ব্লুদের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ হারে তারা।
এরপর ২০১৪ সালে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের স্বাদ পেতে হয় তাদের।
পাকিস্তানের বিপক্ষে হারার পর ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের লজ্জা নিয়ে বাড়ি ফিরতে হয় অস্ট্রেলিয়াকে।
শ্রীলঙ্কার বিপক্ষে হারের ক্ষত শুকানোর আগেই ২০১৭ সালে ভারতের বিপক্ষে ফের ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারে তারা।
তবে এশিয়ার মাটিতে টানা সিরিজ হারের পর ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে ড্র করতে সমর্থ হয় ক্যাঙ্গারুরা।
এরপর ২০১৮ সালে আরব আমিরাতে ফের পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে অজিরা। সেবার তারা হারে ১-০ ব্যবধানে। সূত্র : যুগান্তর