সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪৭ am
সাইদ সাজু, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে ওয়ান ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে৷ আজ (২৪ মার্চ) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তানোর থানা মোড়স্থ ব্যাংকটির ৩১তম উপশাখা উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুন্জুর মফিজ। ব্যাংকটির রাজশাহী শাখা ম্যানেজার ভিপি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি রহমান কোল্ড ষ্টোরের স্বত্তাধিকারী আব্দুর রহমান।
এতে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের এডিএমডি এবিএম সাইদ সারওয়ার, ব্যাংকটির এসপিবিপি অপারেশন হেড মির্জা আজাহার আহম্মেদ, তানোর থানার সেকেন্ড অফিসার এসআই হাফিজুর রহমান, তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা আবুল কাশেম, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি সারোয়ার জামান, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পাপুল, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক টিপু সুলতান, অন্যতম সহসভাপতি মামুনুর রশিদ মামুন ও যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব জুয়েল প্রমুখ।
এসময় স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ওয়ান ব্যাংকের ৩১তম উপশাখা এটি। ওয়ান ব্যাংকের সকল কার্যক্রম ও সেবা প্রদানের পাশাপাশি ব্যাংকের নিচেই টাকা উত্তোলন বুথ সব সময়ই খোলা থাকবে। তানোর উপজেলায় এই প্রথম বেসরকারী (প্রাইভেট) ওয়ান ব্যাংকের উপশাখা স্থাপন ও উদ্বোধন করা হলো। আজকের তানোর