মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০১ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর লক্ষ্মীপুর জিপিও এর বিপরীতে ইব্রাহিম প্লাজা মার্কেটের মালিকানা লিখে না দেয়ায় হামলার শিকার হয়েছে মালিক পক্ষ। এই ঘটনায় মার্কেটটির স্বত্বাধিকারী হুমায়ুন এবং তার স্ত্রী রোজি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় অভিযুক্ত শাহআলম ও নয়নকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, বুধবার দুপর আনুমানিক ১টার পর হুমায়ুনের আরেক ভাই শাহআলম, তার ছেলে রহমান, আরেক ভাইয়ের ছেলে নয়ন ও জামাই বুলবুল ইব্রাহিম প্লাজার আসেন। এসময় শাহআলম হুমায়ুনকে অস্ত্র ধরে মার্কেটেক তার নামে লিখে দিতে বলেন। তবে হুয়ায়ুন তাতে রাজি না হওয়ায় তার স্ত্রী ও কণ্যাকে জিম্মি করে অভিযুক্তরা।
এক পর্যায়ে শাহআলম হুমায়ুনের মাথায় রামদা দিয়ে আঘাত করেলে তিনি গুরুতর আহত হন। এসময় তার স্ত্রী রোজি হুমায়ুনকে রক্ষা করতে গেলে তাকেও উপর্যপুরি আঘাত করে শাহআলম, রহমান, নয়ন, ও বুলবুল। পরে হুমায়ুন ও রোজিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
এই ঘটনায় হুাময়ুনের মাথায় ১২টা শেলাই পড়েছে। রোজিও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন। রোজি জানান, হুমায়ুন, শাহআলমরা মোট তিন ভাই। বুধবার দুপুরে তার স্বামীকে ৫০ লাখ টাকার বিনিময়ে তাদের পৈত্রিক সম্পত্তি লিখে দিতে বলেন।
লিখে না দেয়ায় তাদের ওপর অস্ত্র দিয়ে হামলা চালায় হুমায়ুনের আরেক ভাই শাহআলম, তার ছেলে রহমান, আরেক ভাইয়ের ছেলে নয়ন ও জামাই বুলবুল। বেশ কিছুদিন থেকেই এরা হুমায়ুনকে এবিষয়ে অত্যাচার ও ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও জানান রোজি।
রাজপাড়া থানার ওসি জানান, পারিবারিক কলহের জেরে ভাইয়ে ভাইয়ে মারামারির পর হুমায়ুন ও তার স্ত্রী হাসপাতালে ভর্তি আছেন। হামলার অভিযোগে শাহআলম ও নয়ন নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে মামলা করেছেন আহত পরিবার। আজকের তানোর