রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:০৬ pm
আন্তর্জাতিক ডেস্ক : পরিবার পরিকল্পনা সামগ্রী হিসেবে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মাঝে কৃত্রিম (রাবারের তৈরি) পুরুষাঙ্গ বিতরণ করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রে এ ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিরোধী দলের আইন প্রণেতারা জানিয়েছেন, এই রাবার মডেলগুলো নারী স্বাস্থ্যকর্মীদের বিব্রত করবে। কারণ প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তারা এগুলো ব্যবহার করবেন। অবশ্য কিছু স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, এর আগে তারা সমস্যা ছাড়াই এ ধরনের মডেল ব্যবহার করেছেন।
পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে যেসব সামগ্রী বিতরণ করা হচ্ছে তার মধ্যে রাবারের জরায়ুও রয়েছে। অবশ্য এ বিষয়টি নিয়ে কোনো সমালোচনা হয়নি।
এই সরঞ্জামগুলো অ্যাক্রিডিটেড স্যোশাল হেলথ অ্যাক্টিভিস্টস (আশা) নামের একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে। এই সংস্থাটি ভারতের প্রাথমিক ও সামাজিক স্বাস্থ্য কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। সংস্থাটি প্রজনন স্বাস্থ্য ও গর্ভনিরোধকের ব্যবহার সম্পর্কে জানাতে ঘরে ঘরে গিয়ে থাকে।
মহারাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. অর্চনা পাতিল বিবিসি মারাঠিকে জানিয়েছেন, প্রায় ২৫ হাজার সামগ্রী স্বাস্থ্যকর্মী ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিতরণ করা হয়েছে। এগুলোর মধ্যে পুরুষাঙ্গের মডেলটিও রয়েছে। কেবল বুলধানা জেলায় এই মডেলটির বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। সূত্র : পদ্মাটাইমস