মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৫:৫৪ pm
নিজস্ব প্রতিবেদক, মান্দা :
নওগাঁর মান্দায় উৎসবমুখর পরিবেশে চলছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কেন্দ্রে ৪৩৯ জন টিকা গ্রহণ করেন। এনিয়ে তিনদিনে টিকাদানের আওতায় এলেন ৫০৭ জন।
এদিকে মঙ্গলবার সকাল ১০ টায় মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কেন্দ্রে করোনার প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম। এরপর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব, উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মুক্তিযোদ্ধাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং মান্দা থানা পুলিশের সদস্যরা টিকা গ্রহণ করেন। এছাড়াও সাধারণ মানুষরাও কেন্দ্রে এসে কোভিট ১৯ এর ভ্যাকসিন নেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় জানান, উদ্বোধনী দিনে ১৯ জন ও দ্বিতীয় দিন ৪৯ জনকে কোভিট ১৯ এর টিকা দেয়া হয়। তৃতীয় দিন টিকা গ্রহণ করেন ৪৩৯ জন। এর মধ্যে পুরুষ ৩২৫ জন ও নারী ১১৪ জন। এনিয়ে তিনদিনে টিকাদানের আওতায় এলেন ৫০৭ জন। আজকের তানোর