রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫২ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রালী ও আলোচনা সভার মধ্যদিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে আজ (২২ মার্চ) মঙ্গলবার সকালে নাচোল উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের আয়োজনে একটি রালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন নাচোল উপজেলা কার্যালয়ের ফিল্ড অফিসার আতাউর রহমানের সভাপতিত্বেে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন জামে মসজিদের ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ইমামগণ।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর এদেশে ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইসলামের শিক্ষা ও সৌন্দর্যকে ধারণ করতে পারলে সমাজের সব রকমের অস্থিরতা দূর হবে, শান্তিময় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনকে আরো গতিশীল করেছেন। দেশের জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ স্থাপন করা হচ্ছে।এছাড়াও কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান করা হয়েছে । আলোচনা শেষে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় । আজকের তানোর